বাংলাহান্ট ডেস্ক: বছর প্রায় শেষ হওয়ার মুখে। আর দু মাস পরেই নতুন বছরের জানুয়ারিতে বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। তাঁর প্রথম ছবি ‘পাঠান’ হলেও দ্বিতীয় ছবি ‘জওয়ান’ (Jawan) নিয়ে কম হট্টগোল নেই নেটপাড়ায়। ইতিমধ্যেই জওয়ানের ছোট্ট এক ঝলক সামনে এনেছেন শাহরুখ যা প্রত্যাশা বাড়িয়েছে বই কমায়নি।
কিন্তু কিং খান চার বছর পর কামব্যাক করবেন বড়পর্দায় অথচ কোনো বাধা বিপত্তি থাকবে না তা তো হতে পারে না, তাও আবার বলিউডের বর্তমান পরিস্থিতিতে। কিন্তু এবার সমস্যাটা বলিউডের তরফে নয়, এসেছে দক্ষিণী ইন্ডাস্ট্রির দিক দিয়ে। একটি তামিল ছবির নকল করার অভিযোগ উঠেছে অ্যাটলি পরিচালিত জওয়ানের বিরুদ্ধে।
তামিল ফিল্ম প্রোডিউসারস কাউন্সিলে দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগ তুলেছেন প্রযোজক মণিকম নারায়নন। তাঁর অভিযোগ, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘পেরারাসু’র নকল করে তৈরি হয়েছে জওয়ান। প্রযোজক দাবি করেছেন, দুটি ছবিরই গল্প নাকি এক। জওয়ান ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। অন্যদিকে পেরারাসু ছবিতেও নাকি অভিনেতা বিজয়কান্তকে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছিল।
জানা যাচ্ছে, আগামী ৭ নভেম্বরের অভিযোগটা খতিয়ে দেখবে তামিল প্রোডিউসারস কাউন্সিল। তারপরেই জানা যাবে, আদৌ তামিল ছবি থেকে অ্যাটলি নকল করেছেন কিনা। অবশ্য এটা প্রথম বার নয়, এর আগেও পরিচালক অ্যাটলির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠেছে। তবে তা তাঁর ছবির ব্যবসায় প্রভাব ফেলতে পারেনি।
শুধু তামিল ছবি নয়, হলিউড ছবি থেকেও অ্যাটলি নকল করেছেন বলে অভিযোগ উঠেছিল ‘জওয়ান’ এর টিজার প্রকাশ্যে আসার পরেই। ১৯৯০ সালের স্যাম রাইমি (Sam Raimi) পরিচালিত ছবি ‘ডার্কম্যান’এ (Darkman) অভিনেতা লিয়াম নিসনের (Liam Neeson) লুকের সঙ্গে শাহরুখের জওয়ান লুকের অনেক মিল।
ব্যস, মিল পেতেই শোরগোল শুরু করে দেন নেটনাগরিকদের একটা বড় অংশ। চার বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ। অন্তত একটা আসল গল্প নিয়ে ফিরতেন। সেই হলিউডকেই নকল করতে হল! এমনকি প্রথম লুকটা পর্যন্ত পুরোপুরি ঝাঁপা! ক্ষুব্ধ সিনেপ্রেমীরা।
অন্যদিকে শাহরুখ প্রেমীদের দাবি করেছিলেন, প্রথম লুক দেখেই এত নেতিবাচকতা না ছড়ানোই ভাল। আগে ছবিটা মুক্তি পাক। এমনকি ট্রেলারও এখনো সামনে আসেনি। এখন থেকেই হলিউডের ‘কপি’ বলে দাগিয়ে দেওয়া হয়তো ঠিক হচ্ছে না। তবে শাহরুখ এক সাক্ষাৎকারে ‘জওয়ান’ এর চিত্রনাট্যের কৃতিত্ব পরিচালক অ্যাটলিকেই দিয়েছেন। আগামী বছর ২ রা জুন মুক্তি পাবে ‘জওয়ান’।