কয়েক মিনিটেই কোটিপতি! বিদেশে কাজে গিয়ে ৫৬ কোটি টাকার লটারি জিতলেন ভারতীয় শ্রমিক

বাংলাহান্ট ডেস্ক : কখন কার ভাগ্য ঘুরবে তা কেউ জানে না। এমনই কিছু ঘটেছে ভারত থেকে দুবাই যাওয়া 20 জন প্রবাসী ভারতীদের একটি দলের সঙ্গে। বৃহস্পতিবার আবুধাবিতে হঠাৎ তাদের ভাগ্য খুলে গেল। তারা নিজেরাও বিশ্বাস করতে পারেননি লটারি জেতার কথা। প্রকৃতপক্ষে, এই দলটি এখানে অনুষ্ঠিত বিগ টিকেট র‌্যাফেল ড্রতে 2.5 কোটি দিরহাম অর্থাৎ প্রায় 56 কোটি ভারতীয় রুপি জিতেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পুরস্কার জয়ী দলের সদস্যরা সবাই মূলত কেরালার বাসিন্দা। তারা 10 বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন এবং সেখানে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত। গত ৪ বছর ধরে লটারির টিকিট কিনছেন এসব মানুষ। এর আগেও একইভাবে টিকিট কিনেছিলেন তারা। এরপর এদিন হঠাৎ তাদের নম্বর হিট হয়ে যায় এবং তারা কোটি টাকা জিতে নেন।

লটারির খবরের জন্য যখন একজন প্রতিবেদক গ্রুপের সদস্য সাজেশ নামক লটারি বিজয়ীকে ফোন করেন, তখন তিনি ভেবেছিলেন যে কেউ তার সাথে মজা করছে, কিন্তু যখন তার কাছে এই ধরনের বেশ কয়েকটি কল আসে, তখন তিনি সঙ্গে সঙ্গে তার লটারির টিকিট নম্বর চেক করেন। এ সময় তিনি যে লটারি জিতেছেন তা স্পষ্ট হয়ে যায়।

একই দলের সদস্য প্রবীণ অ্যান্টনি বলেন, যখন তারা জানলেন যে তারা জ্যাকপট জিতেছেন, তখন খুশির সীমা ছিল না। অ্যান্টনি জানান, আগে টিকিট কাটার পর আমরা একটানা জেতার আশায় এর লাইভ টেলিকাস্ট দেখতাম, কিন্তু দীর্ঘ সময় হারার পর আমরা দেখা বন্ধ করে দিয়েছিলাম। যেদিন আমরা এই টেলিকাস্ট দেখিনি, সেদিন আমরা জিতলাম। আমরা আশা করিনি যে আমাদের জ্যাকপট হিট হবে।

47910 lottery14 1 16

পাশাপাশি তার আরোও সংযোজন ছিল, আসলে, আমরা মাঝে মাঝে খুব কাছাকাছি গিয়েও জিততে পারিনি, তাই আমরা এটি দেখা বন্ধ করে দিয়েছিলাম। গ্রুপের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে লটারি জেতার আনন্দে তারা ঠিকমতো ঘুমাতে পারেননি, তাই পরের দিন তাড়াতাড়ি অফিসে পৌঁছান। এই মানুষগুলো বলেন, স্বপ্নেও ভাবিনি আমরা এত বড় অঙ্কে জিতব।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর