বাংলাদেশের হার! ভারতের পর গ্রূপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন পাকিস্তানের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নির্ধারিত হয়ে গেল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের পরিচয়। গ্রূপ ১ থেকে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড যোগ্যতাঅর্জন করার পর এবার দ্বিতীয় গ্রূপ থেকে ভারতের সাথে সাথে যোগ্যতা অর্জন করলো পাকিস্তানও। আজকে কোয়ার্টার ফাইনালের রূপ নেওয়া বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে ৫ উইকেটে জয় পেতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের। জিম্বাবোয়ের কাছে ভারত কোনও কারণে হার স্বীকার করলে তারাই গ্রূপশীর্ষে থেকে সেমিফাইনালে যাবে।

আজকের ম্যাচে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শুরুতেই বাংলাদেশের হয়ে গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা লিটন দাস আজ শাহিন আফ্রিদির শিকার হয়ে মাত্র ১০ রান করে ফেরেন। বাংলাদেশের ইনিংসকে টানতে থাকেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ধীরগতিতে খেলে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় অর্ধশতরান সম্পূর্ণ করেন শান্ত।

কিন্তু শান্ত (৫৪) ও সৌম্য সরকার (২০) আউট হতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। আফিফ ধ্রুব হোসেন (২৪) ছাড়া আর কোনও ক্রিকেটার এরপর বড় কোনও ইনিংস খেলতে পারেননি। যদিও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের এলবিডব্লিউর সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিতর্ক রয়ে গিয়েছে। দুরন্ত বোলিং করে নিজের ৪ ওভারে ২২ রান খরচ করে ৪ উইকেট তুলেছেন শাহিন আফ্রিদি। ২ উইকেট পেয়েছেন শাদাব খান।

এরপর রান তাড়া করতে নেমে অত্যন্ত ধীর গতিতে ব্যাটিং শুরু করেন দুই পাক ওপেনার। তাদের নীতি ছিল রান আস্তে উঠলেও কোনওক্রমে যেন উইকেট না হারাতে হয়। ফলে প্রথম ১০ ওভারে কেবল ৫৬ রান করে পাকিস্তান। কিন্তু এরপর অধিনায়ক বাবর (২৫) ও রিজওয়ান (৩২) ৪ রানের ব্যবধানে ড্রেসিংরুমে ফেরেন, ফলে তৈরি হয় বিপদ।

কিন্তু এরপর কিছু উইকেট হারালেও আগ্রাসী ভাবে রান তাড়া করতে শুরু করেন মহম্মদ হ্যারিস। ১৮ বলে ৩১ রান করে তিনি পাকিস্তানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন শান মাসুদ (২৪)। ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচ শুরু হওয়ার আগে অবধি রান রেট এগিয়ে থাকার কারণে গ্রূপের শীর্ষস্থানে রয়েছে পাকিস্তান।


Reetabrata Deb

সম্পর্কিত খবর