মাসের শুরুতেই সারপ্রাইজ, আলিয়ার কোল জুড়ে এল ফুটফুটে পরী, বাবা হলেন রণবীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অপেক্ষার অবসান হল অবশেষে। মা হলেন আলিয়া ভাট (Alia Bhatt)। ৬ নভেম্বর সকালে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে এক ফুটফুটে কন‍্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সংবাদ মাধ‍্যমের কাছ সুখবর শেয়ার করেছেন রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি। মা এব‌ং সদ‍্যোজাত দুজনেই সুস্থ আছে বলে খবর।

রবিবার সকালেই রণবীর আলিয়াকে হাসপাতালে আসতে দেখে গুঞ্জন ছড়িয়েছিল, আজই ভূমিষ্ঠ হতে পারে জুটির সন্তান। জল্পনা সত‍্যি করে তাঁরা হাসপাতালে পৌঁছানোর ঘন্টাখানেক পরেই সন্তানের জন্ম দেন আলিয়া। শুরু থেকেই স্ত্রীর পাশে ছিলেন রণবীর। আলিয়ার মা এবং শাশুড়ি সোনি রাজদান ও নীতু কাপুর হাসপাতালে দেখা করতে আসেন নতুন মা ও নবজাতকের সঙ্গে।


প্রসঙ্গত, বিয়ের দু মাস পরেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন আলিয়া। দুটি ছবি শেয়ার করেছিলেন তিনি সোশ‍্যাল মিডিয়ায়। প্রথমটিতে দেখা গিয়েছে, তিনি হাসপাতালের বেডে শুয়ে। ইউএসজি করা হচ্ছে তাঁর। পাশেই মনিটরে ফুটে উঠেছে ভ্রূণের ছবি। তাতে একটি হৃদয়ের ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন অভিনেত্রী।

হাসিমুখে সেদিকে তাকিয়ে আলিয়া। পাশেই ক‍্যামেরার দিকে পেছন ফিরে বসে রণবীর। দ্বিতীয় ছবিতে সিংহের এক পরিবার। ক‍্যাপশনে আলিয়া লিখেছিলেন, ‘আমাদের সন্তান… শীঘ্রই আসছে।’ প্রাথমিক বিস্ময় ভাব কাটিয়ে কমেন্ট বক্সে উপচে পড়েছিল শুভেচ্ছা বার্তা।

আগে শোনা গিয়েছিল, নভেম্বরের ২০ থেকে ৩০ তারিখের মধ‍্যেই ডেলিভারি হতে পারে আলিয়ার।
সেজন‍্য দ্বিগুণ সেলিব্রেশনের জন‍্য তৈরি হচ্ছিল ভাট পরিবার। কারণ ওই সময়ে আলিয়ার দিদি শাহিন ভাটেরও জন্মদিন রয়েছে। আগামী ২৮ নভেম্বর জন্মদিন শাহিনের।

কিন্তু সবাইকে চমকে দিয়ে মাসের শুরুতেই সন্তানের জন্ম দিলেন আলিয়া। তাতে অবশ‍্য উৎসাহ উচ্ছ্বাসের কমতি নেই কাপুর এবং ভাট পরিবারে। বাড়ির ছোট মেয়ে মা হয়েছে, আনন্দে ভাসছেন ভাট পরিবার। এবার শুধু মেয়ে কোলে রণবীর আলিয়ার সর্বসমক্ষে আসার পালা।

সম্পর্কিত খবর

X