এই সরকারি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য নিয়ে এল সুখবর, এফ.ডি-তে সুদের হার ৭.৫ শতাংশ

বাংলাহান্ট ডেস্ক : দেশের অন্যতম বৃহৎ সরকারী ব্যাংক কানারা ব্যাংক ২ কোটি টাকার এফ.ডি (ফিক্সড ডিপোজিট)-এ সুদের হার বৃদ্ধি করলো। এর ফলে ব্যাংক-এর ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত এফ.ডি-তে সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ ৩.২৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৩.২৫ শতাংশ থেকে ৭ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

বর্তমানে অন্যান্য ব্যাংক গুলির পক্ষ থেকে আপাতত সাধারণ মানুষদের ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬৬৬ দিনের এফ.ডি-তে ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। কানারা ব্যাংক এখন ৭ থেকে ৪৫ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটগুলিতে ৩.২৫ শতাংশ সুদ দিচ্ছে। এছাড়াও বিনিয়োগকারীদের ৪৬ থেকে ১৭৯ দিনের এফ.ডি-তে ৪.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। আবার ১৮০ থেকে ১ বছরের কম সময়ের মধ্যে বিনিয়োগকারীদের ৫.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

Bank

এছাড়াও কানারা ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে ১ বছর থেকে ২ বছরের কম সময়ের মেয়াদে যথাক্রমে ৬.২৫ শতাংশ সুদ এবং ২ থেকে ৩ বছরের কমে একই হারে সুদ দেবে। এছাড়াও ৩ থেকে ১০ বছরের জন্য বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের ৬.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাংক।

অন্যদিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) গত ৬ মাসে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৪ বাড়ি সুদের হার বৃদ্ধি করেছে, এবং যার ফলে রেপো রেট ৪ শতাংশ থেকে বেড়ে ৫.৯ শতাংশ হয়েছে। রেপো রেট হল সেই হার যা ব্যাঙ্কগুলি কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে ঋণ নেয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর