বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের সেমিফাইনালের টিকিট এরমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। আজ সকালবেলা নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার পরই ভারত পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ পুরোপুরি নিয়ম রক্ষার যদিও হয়ে দাঁড়ায়নি। পাকিস্তান নিজেদের ম্যাচ জিতে টপকে গিয়েছে ভারতকে। নিজেদের গ্রুপের প্রথম স্থান অধিকার করে সেমিফাইনাল খেলতে হলে ভারতের জিম্বাবোয়েকে হারাতেই হবে।
সেই লক্ষ্যেই আজ টসে জিতে মেলবোর্নে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ব্যাট করতে নেমে রোহিতের ব্যাটার হিসেবে ব্যর্থতার ধারা অব্যাহত থেকে গেছে। চলতি টুর্নামেন্টের নেদারল্যান্ড শোয়াতে বাকি প্রত্যেকটি দলের বিরুদ্ধে এখন অবধি ব্যর্থ হয়েছিলেন রোহিত। আজ জিম্বাবোয়ের বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত রইল।
আজ দলগত ২৭ রানের মাথায় অফ স্ট্যাম্পের বাইরে থাকা একটি শর্ট বলকে পুল করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ধরা পড়েন হিটম্যান। ১৩ বলে ১৫ রান করে আউট হন তিনি। চলতি বিশ্বকাপে তার মোট রানসংখ্যা ৮৯। রোহিতের পাশাপাশি ব্যথাতে আজ ব্যর্থ হয়েছেন চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা রিশভ পন্থ। ৫ বলে খেলে ৩ রান করে লং অনে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
তবে রোহিত আবারও ব্যর্থ হলেও ছন্দে ফিরেছেন ভারতের অপর ওপেনার লোকেশ রাহুল। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেছিলেন রাহুল। আজ জিম্বাবুয়ের বিরুদ্ধেও ৩৫ বলে তিনটি চার ও তিনটি ছক্কা সহ ৫১ রানের ঝকঝকে একটি ইনিংস খেলা আউট হন তিনি। দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি আজ খুব একটা সফল হননি। ২৫ বলে ২৬ রান করে ড্রেসিংরুমে ফিরেছিলেন তিনি।
ভারতের ইনিংসটি দুর্দান্তভাবে ফিনিশ করেন চলতি বছরে ভারতের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। মাত্র ২৫ বলে ৬টি চার ও ৪টি ছক্কা সহ ৬১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ২০ ওভারে ১৮৬ রান তুলেছে ভারত।