বাংলা হান্ট ডেস্ক: স্কুলে গিয়ে পড়ুয়াদের উদ্দেশ্যে সঠিকভাবে শিক্ষাদান করেন শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি, তাঁদের ভবিষ্যৎ গঠনেও শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম। যে কারণে তাঁদের সমাজের “মেরুদন্ড” হিসেবে অভিহিত করা হয়। যদিও, বর্তমান সময়ে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা নেটমাধ্যমে সামনে আসে যা দেখার পর শিক্ষকদের সঠিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই রেশ বজায় রেখেই এবার ফের আরও একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
মূলত, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিংরাউলিতে ওই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেখানে এক শিক্ষক রীতিমতো মত্ত অবস্থাতেই উপস্থিত হয়ে যান বিদ্যালয়ে। শুধু তাই নয়, চেয়ার নিয়ে বসে পড়ে তিনি বাকিদের উদ্দেশ্যে অকথ্য গালিগালাজ করেন বলেও জানা গিয়েছে। এই ঘটনাটি ইতিমধ্যেই এখন ভাইরাল নেটমাধ্যমে। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালেক্টর সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন।
তথ্য অনুযায়ী, গত শুক্রবার সিংরাউলি জেলার মালগা গ্রামের একটি সরকারি স্কুলের শিক্ষক রাম লাল্লু সাকেত মত্ত অবস্থাতে স্কুলে পৌঁছে যান। এদিকে, সেখানে পৌঁছেই তিনি বিরক্ত হয়ে ইতস্তত ঘুরতে শুরু করেন। তারপরেই চেয়ার ছুঁড়তে থাকেন তিনি। এমতাবস্থায়, গ্রামবাসী তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করে জানাতে থাকেন যে, তিনি যেন মদ খেয়ে আর স্কুলে না আসেন। এদিকে, এই কথা শুনেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই শিক্ষক। পাশাপাশি, অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি। শিক্ষকটি এতটাই বেসামাল ছিলেন যে, তিনি ঠিকমতো বসতেও পারছিলেন না।
এমতাবস্থায়, গ্রামের কয়েকজন বাসিন্দা মোবাইলে ওই ঘটনার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন। শুধু তাই নয়, ওই ভিডিওটি কালেক্টর রাজীব রঞ্জন মীনার কাছে পৌঁছলে তিনিও হতবাক হয়ে যান। পাশাপাশি বিষয়টির পরিপ্রেক্ষিতে তিনি তদন্তেরও নির্দেশ দিয়েছেন। অধিকারিকরা সঠিক তদন্তের মাধ্যমে ওই “গুণধর” শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে যে, ওই শিক্ষক যখন ধুন্ধুমার কান্ড ঘটাচ্ছিলেন তখন সেখানে ওই স্কুলের কিছু পড়ুয়া এবং কয়েকজন গ্রামবাসী উপস্থিত ছিলেন। গ্রামবাসীরা জানিয়েছেন, এর আগেও রাম লাল্লু সাকেতের মদ্যপানের পর স্কুলে এসে গন্ডগোল করার ভিডিও ভাইরাল হয়েছিল।