বাংলাহান্ট ডেস্ক: এক একটা বছর এক একজনের কাছে ভাল বা খারাপের বার্তা নিয়ে আসে। গত বছরটা যেমন মোটেই ভাল কাটেনি শাহরুখ খানের (Shahrukh Khan) জন্য। বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan) মাদক কাণ্ডে গ্রেফতার হয়ে প্রায় মাস খানেক জেলে কাটিয়েছিলেন। আরিয়ানকে জেল থেকে বের করতে কম খাটনি যায়নি শাহরুখের। সেই দুঃসময়ের এক বছর কাটতে প্রথম বার এ বিষয়ে মুখ খুললেন কিং খান।
টুইটারে মাঝে মধ্যেই অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করেন। সম্প্রতি বেশ অনেক দিন পর ‘আস্ক এসআরকে’ সেশন করতে দেখা যায় কিং খানকে। যে কোনো প্রশ্ন করা যাবে তাঁকে। সব উত্তর দেবেন তিনি। হাতে ১৫ মিনিট সময়, সেটাও জানিয়ে দিয়েছিলেন শাহরুখ। মুহূর্তের মধ্যে প্রশ্নের বন্যায় ভরে যায় টুইটার। তার মধ্যে থেকেই কিছু প্রশ্ন বেছে নিয়ে আলোচনা উত্তর দেন শাহরুখ।
একজন প্রশ্ন করেছিলেন, ‘এত হট কীকরে শাহরুখ?’ উত্তর আসে শাহরুখোচিত কৌতুকে, ‘পেরি পেরি সস দিয়ে চিকেন বেশ সাহায্য করে, মন হয়।’ কারোর আবার প্রশ্ন ছিল, ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে যদি ভারত উঠতে পারে, ২০০৭ এর মতো এবারেও কি শাহরুখ যাবেন? অভিনেতা উত্তর দেন, নিশ্চয়ই যাবেন। নিজের দেশকে খেলায় এত ভাল করতে দেখে গর্বে বুক ফুলে ওঠে তাঁর।
এরপরেই আমেরিকা নিবাসী এক ব্যক্তি প্রশ্ন করেন, এত দিন যা যা সমস্যার মুখে পড়েছেন তিনি, সবকিছু পেরিয়ে বাদশা হয়ে ওঠার অনুপ্রেরণা কীভাবে পান তিনি? কিং খান উত্তর দেন, ‘বিশ্বাস রাখতে হবে যে ভাল সবসময় খারাপকে ছাপিয়ে যায়।’ অনেকেই মনে করছেন, আরিয়ানের মাদক কাণ্ড প্রসঙ্গেই এই উত্তরটা দিয়েছেন শাহরুখ।
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। প্রায় এক মাস জেলবন্দি থাকার পর ছাড়া পেয়েছিলেন তিনি। গত মে মাসে NCB-র তরফেই জানানো হয়েছিল, শাহরুখ পুত্রের বিরুদ্ধে মাদক সেবনে বা ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। পরে ফের সিট তদন্তে ফাঁকের অভিযোগ করে NCB-র দিকেই আঙুল তোলায় লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।