তৃণমূলকে হারাতে জোট গড়ল CPM-BJP! পঞ্চায়েতের আগে নয়া সমীকরণ রাজ্য রাজনীতিতে

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বুকে এ যেন এক নয়া রাজনৈতিক সমীকরণ! অতীতে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) ক্ষমতা থেকে সরাতে জোট গঠন করে সিপিএম (Cpim) এবং কংগ্রেস দল, আর এবার পূর্ব মেদিনীপুরে (Purba Medinipu সমবায় নির্বাচনে শাসক দলকে ক্ষমতা থেকে হটাতে নিজেদের একসূত্রে বাঁধলো সিপিএম এবং বিজেপি (Bharatiya Janata Party)। পাশাপাশি সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্ত করে ক্ষমতায় বসলো বাম-বিজেপি জোট।

সাম্প্রতিক সময়ে বাংলায় একের পর এক দুর্নীতি ইস্যু এবং অন্যান্য একাধিক ঘটনাকে কেন্দ্র করে সরগরম বঙ্গ রাজনীতি। শুধু তাই নয় ,তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী দলগুলি। এর মাঝে গতকাল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর কো-অপারেটিভ সোসাইটি ভোট নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, উক্ত সমবায় নির্বাচনে মোট ৬৩ টি আসনের মধ্যে অতীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫২ টি আসনে জয়লাভ করে বাম-বিজেপি জোট। এক্ষেত্রে সমবায় ভোটের আগে বিরোধী দুই দল মিলে জোটের মাধ্যমে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও কমিটি গঠন করে। গতকাল সমবায় নির্বাচনের বাকি ১১ টি আসনে ভোট গ্রহণ হয়। এক্ষেত্রে সবকটি আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করলেও শেষ পর্যন্ত খাতাই খুলতে পারেনি তারা।

ফলে সব মিলিয়ে ৬৩ টি আসনের মধ্যে ৬৩ টি-তেই জয়লাভ করে নেয় সিপিএম এবং বিজেপির জোট কমিটি। উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বাম-বিজেপি জোটকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।

cpim bjp tmc flag

তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলগুলির জোট শাসক দলকে চিন্তায় রাখবে বলেই মত বিশেষজ্ঞদের। বিশেষত, একের পর এক দুর্নীতি ইস্যুতে যেভাবে ক্রমাগত অস্বস্তি বেড়ে চলেছে তৃণমূল কংগ্রেসের, এই পরিস্থিতিতে বাম এবং বিজেপির মধ্যে জোটের দ্বারা নয়া রাজনৈতিক সমীকরণ আগামী পঞ্চায়েত নির্বাচনে কি প্রভাব ফেলবে, সেদিকে তাকিয়ে সকলে।

Sayan Das

সম্পর্কিত খবর