বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা উদয়ন গুহ (Udayan Guha), বনাম বিজেপি (Bharatiya Janata Party), দ্বন্দ্বে সরগরম বঙ্গ রাজনীতি। বিশেষত মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর থেকে ক্রমাগত একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন প্রাক্তন বাম নেতা তথা বর্তমানে দিনহাটার (Dinhata) তৃণমূল বিধায়ক। বিজেপি নেতাদের উদ্দেশ্যে এবার তাঁর হুঁশিয়ারি, “শরীরে বিচুটি পাতা ঘষে দেবো।”
সম্প্রতি, একের পর এক দুর্নীতি ইস্যুতে একই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। তার উপর গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। এসকল ইস্যুগুলিকে কেন্দ্র করে শাসক দলকে কটাক্ষ করে চলেছে বিরোধী দলগুলি। তবে দমতে নারাজ দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
উল্লেখ্য, অতীতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জেলায় ঢুকলে ওদের হাত-পা ভেঙে দেব।” কখনো বিজেপি কর্মীদের দাঁত উপড়ে ফেলার হুমকি, তো কখনো আবার বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের চুল-দাড়ি ছিঁড়ে নেওয়ার কথা শোনা যায় উদয়নবাবুর গলায়। আর এবার রাজ্যের মন্ত্রীর গলায় শোনা গেল ‘বিচুটি পাতা’ প্রসঙ্গ।
সম্প্রতি, কোচবিহারে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে কোচবিহার দাওয়াই প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন উদয়ন বলেন, “কোচবিহার দাওয়াই মানে কি বোঝাতে চেয়েছে? শীতলকুচিতে যেভাবে চারজন সংখ্যালঘু ছেলেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মেরে দিয়েছে, সেটা? নাকি উদয়ন গুহর হাত ভেঙে দেওয়া?”
পরবর্তীতে বিজেপির উদ্দেশ্য তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওরা যদি আমাদের দলের কর্মীদের ওপর আক্রমণ করে, তবে শরীরের এমন সব জায়গায় বিচুটি পাতা ঘষে দেওয়া হবে, যে না পারবে কাউকে দেখাতে, না পারবে চুলকোতে।”
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…