বাংলাহান্ট ডেস্ক : পুজো শেষ। আকাশে বাতাসে এখন হেমন্তের ছোঁয়া। ভ্রমণ পিপাসু বাঙালি ইতিমধ্যেই ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু করে দিয়েছে। সময়ের সাথে আমরা অনেক দূর অগ্রসর হলেও, বাঙালির মনে আজও দীঘা, পুরী ও দার্জিলিং সমানভাবে জায়গা করে রয়েছে। সমুদ্র সৈকতের মনোরম আবহাওয়া ছাড়াও যারা অ্যাডভেঞ্চার বা ঠান্ডা পছন্দ করেন তাদের কাছে এখন হট ডেস্টিনেশন দার্জিলিংয়ের পাহাড়। পাশাপাশি অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালির ডুয়ার্স ভ্রমণের প্রতিও আগ্রহ রয়েছে সমানভাবে।
শুধু প্ল্যান হলেই তো হবে না, ঘুরতে যাবার জন্য চাই সঠিক পরিবহন ব্যবস্থা। এই ভ্রমণ মরশুমে ট্রেনের টিকিট পাওয়া খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। অন্যদিকে বিমানের টিকিটের দাম আকাশ ছোঁয়া। এই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC)। পর্যটকদের উৎসাহের কথা মাথায় রেখে NBSTC কলকাতা থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় শুরু করেছে এসি বাস পরিষেবা। কম ভাড়ায় আরামদায়ক যাত্রার জন্য আপনি এবারের সফরের জন্য বেছে নিতেই পারেন সরকারি এই পরিবহন সংস্থার বাস পরিষেবাকে।
NBSTC এর পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত তিনটি নতুন এসি বাস চালানো হবে। কলকাতা থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, রায়গঞ্জ এবং কোচবিহার এই তিনটি ডিপো পর্যন্ত চলাচল করবে এই বাস। এর আগেও সরকারি উদ্যোগে এই রুটে এসি বাস চলাচল করলেও মাঝে তা বন্ধ ছিল। এবার যাত্রী টানতে তাই নতুন ভাবে বাস পরিষেবা শুরু করল NBSTC।
এর আগে এই রুট গুলিতে ১৪ টি বাস চলাচল করলেও পরে তা বন্ধ হয়ে যায়। কিন্তু ভ্রমণের মরশুমে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফের একবার নতুনভাবে মাঠে নামতে চলেছে সরকারি পরিবহন সংস্থা। সংস্থা তরফ থেকে জানানো হয়েছে, আপাতত তিনটি রুটে এসি বাস চললেও পরবর্তীকালে চাহিদার কথা মাথায় রেখে তা বৃদ্ধি করা হতে পারে।