বয়স্ক মানুষদের প্রতি শ্রদ্ধা নেই, এদের মানুষ বলব আমি? আবিরের বিরুদ্ধে বেনজির অভিযোগ বিপ্লব চট্টোপাধ‍্যায়ের

বাংলাহান্ট ডেস্ক: এক সময়ে বাংলা ছবিতে খলনায়ক বলতে যার কথা সর্বাগ্রে মনে আসত, তিনি বিপ্লব চট্টোপাধ‍্যায় (Biplab Chatterjee)। দশকের পর দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজের কাজের মাধ‍্যমে ধনী করে গিয়েছেন তিনি। দীর্ঘদিন পর্যন্ত খলনায়কের চরিত্রে অভিনয় করার পর এখন ইতিবাচক চরিত্রেও দেখা যাচ্ছে তাঁকে। বয়স বাড়লেও অভিনয়ের ধার কমেনি এতটুকুও। কিন্তু বেড়েছে তাঁর কথার ধার।

মাঝে মধ‍্যেই বিপ্লব চট্টোপাধ‍্যায়ের কিছু কিছু মন্তব‍্য তুমুল বিতর্কের সৃষ্টি করে। বড়পর্দা থেকে ছোটপর্দা, সব বিষয় নিয়েই মতামত রাখতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তাঁর কিছু বেফাঁস মন্তব‍্য তাঁর বিরুদ্ধেই গিয়েছে। সমালোচনার মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা। কিন্তু স্পষ্ট কথা বলতে কখনোই পিছপা হননি তিনি।

Biplab 1
সম্প্রতি আবারো এক সাক্ষাৎকারে টলিউডের একাধিক প্রবীণ এবং নবীন অভিনেতাদের নিয়ে কিছু বিষ্ফোরক মন্তব‍্য করেছেন বিপ্লব চট্টোপাধ‍্যায়। প্রয়াত তাপস পালের ব‍্যাপারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, প্রয়াত অভিনেতাকে গান স‍্যালুট দেওয়ার বিষয়টাকে কি তিনি সমর্থন করেন?

উত্তরে তিনি স্পষ্টই বলেন, তাঁর মতে এটা নেতা এবং শহীদদের উদ্দেশে দেওয়া হয়। তাই তাঁর ব‍্যক্তিগতভাবে ভাল লাগেনি। তবে রাজ‍্য সরকারের ইচ্ছা হয়েছে দিয়েছে। ‘বেচারা’ পেয়ে গিয়েছে। বিপ্লব চট্টোপাধ‍্যায় এও বলেন, তাপস পাল অভিনেতা ভাল ছিলেন। কিন্তু শেষের দিকে তাঁর সঙ্গে খুব অভদ্র আচরণ করেছিলেন।

তবে তিনি কিন্তু সেটা ফিরিয়ে দেননি। বরং যখন মাথায় চপারের আঘাত পেয়ে ৩৪ টা সেলাই পড়েছিল তাপসের তখন তিনিই রক্ত দিয়েছিলেন অভিনেতাকে। এমনকি প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায়ের বিরুদ্ধেও অভদ্র ব‍্যবহারের অভিযোগ এনেছেন বিপ্লব চট্টোপাধ‍্যায়।

Abir Chatterjee 1200by667
এরপরেই নতুন প্রজন্মের অভিনেতা আবির চট্টোপাধ‍্যায় সম্পর্কে চাঞ্চল‍্যকর অভিযোগ আনেন বর্ষীয়ান অভিনেতা। এক ঘটনার স্মৃতিচারণ করে তিনি নাম না করেই বলেন, ‘এখনকার একজন মহান শিল্পী! সল্টলেক থেকে যাবে কালিকাপুর আর আমি যাব দেশপ্রিয় পার্ক। সে পরিস্কার গাড়ির ছেলেটাকে বলল, আগে আমাকে কালিকাপুর নামাবে, তারসর দেশপ্রিয় পার্ক যাবে!’

ক্ষুব্ধ বিপ্লব চট্টোপাধ‍্যায় বলেন, তিনি তাঁর বাবাকে (ফাল্গুনী চট্টোপাধ‍্যায়) বলেছিলেন, এই শিক্ষা দিয়েছেন ছেলেকে? এরপরেই নিজেদের সময়কার উদাহরণ টানেন তিনি। সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের সঙ্গে এক গাড়িতে থাকলে আগে তাঁকে পৌঁছে দিয়ে তারপর নিজে বাড়ি ফিরতেন তিনি। বিপ্লব চট্টোপাধ‍্যায়ের কটাক্ষ, ‘বয়স্ক মানুষদের প্রতি এদের শ্রদ্ধা নেই। এদের মানুষ বলব আমি? কোনোদিন বলব না।’

Niranjana Nag

সম্পর্কিত খবর