রোহিত শর্মার ফর্মে না থাকা দায়িত্ব অনেকটা বাড়িয়ে দিচ্ছে লোকেশ রাহুলের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মার ব্যাট হাতে অফফর্মের মাঝেই ব্যাট হাতে স্বস্তি দিচ্ছেন ভারতের আরেক ওপেনার, লোকেশ রাহুল। তার দলে অবস্থান সাম্প্রতিক সময়ে বিশেষ করে বিশ্বকাপের শুরুর দিকে আতস কাঁচের নীচে ফেলে দেখা হচ্ছিল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে রান পাওয়া মাত্রই পরিস্থিতির পরিবর্তন ঘটে।

গত বিশ্বকাপের মতোই চলতি বিশ্বকাপে টুর্নামেন্টের শুরুর দিকে ব্যর্থ হওয়ার পর ফের জন অপ্রতিরোধ্য ফর্মের অধিকারী হয়ে উঠেছেন রাহুল। পরপর বাংলাদেশ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় রান করে আপাতত সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি হয় কিনা সেই দিকে নজর থাকবে সকলের।

kl rahul opening

পরপর দুই ম্যাচে নিজের সফলতার পর রোহিত শর্মা সহ গোটা টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানিয়েছেন রাহুল। রাহুলের ফর্মে চূড়ান্ত অবনতি দেখে অনেকেই যখন তাকে বাদ দেওয়ার দাবি তুলছিলেন, তখন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সহ অনেকেই এটা স্পষ্ট করে দেন যে রাহুলকে একাদশে রেখেই তারা নিজেদের পরিকল্পনা সাজাচ্ছেন। তাকে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছিলই না দলের কেউ।

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে লোকেশ রাহুল বলেছেন, “আমাদের অধিনায়ক রোহিত শর্মা এবং বর্তমান টিম ম্যানেজমেন্ট সেই সমস্ত ক্রিকেটারদের মানসিকভাবে ভরসা জুগিয়েছেন যারা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাদের ওই ভরসা আমাদের ভালো পারফরম্যান্স করতে উদ্বুদ্ধ করে।”

তবে বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে খুব একটা বড় ক্রিকেট খেলিয়ে দল হিসেবে গণ্য করা হয় না। রোহিত শর্মা একজন ওপেনার হিসেবে তাদের বিরুদ্ধে রান পাননি বলেই হয়তো রাহুলের এই ইনিংস দুটিকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। একজন অধিনায়ক হিসেবে রোহিত শর্মা খেলবেনই, তাকে বসানো সম্ভব নয়। সেক্ষেত্রে ওপেনার হিসেবে রাহুলের দায়িত্বও অনেকটাই বেড়ে যায়।

Reetabrata Deb

সম্পর্কিত খবর