‘ভারত জোড়ো যাত্রা’য় বিনা অনুমতিতে কেজিএফ ২-এর গান ব‍্যবহার, কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ

বাংলাহান্ট ডেস্ক: ‘ভারত জোড়ো যাত্রা’র (Bharat Jodo Yatra) জেরে বিপদের সম্মুখীন কংগ্রেস (Congress) তথা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কপিরাইট লঙ্ঘন করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে। ভারত জোড়ো যাত্রার একটি ভিডিওতে বিনা অনুমতিতে জনপ্রিয় কন্নড় ছবি ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ এর গান ব‍্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে কংগ্রেসের টুইটার অ্যাকউন্ট সাময়িক ভাবে বন্ধের নির্দেশ এসেছে বেঙ্গালুরুর আদালতের তরফে।

কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে বেঙ্গালুরুর সংস্থা এমআরটি মিউজিক। সংস্থাটির তরফে নবীন কুমার নামে এক ব‍্যক্তি কপিরাইট লঙ্ঘনের অভিযোগ দায়ের করে কংগ্রেসের রাহুল গান্ধী, জয়রাম রমেশ সহ তিন নেতার বিরুদ্ধে। সংস্থাটির তরফে জানানো হয়, অনেক কাঠখহ পুড়িয়ে কেজিএফ ২ এর দুটি হিন্দি গানের কপিরাইট আদায় করেছে তারা। মোটা অঙ্কের অর্থব‍্যয় হয়েছে তাদের।

Rahul Gandhi KGF 2
কিন্তু কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিনা অনুমতিতে ভারত জোড়ো যাত্রার একটি ভিডিওতে ওই ছবির গান ব‍্যবহার করে কপিরাইট লঙ্ঘন করেছেন। কর্ণাটক থেকে তেলেঙ্গানার উদ্দেশে যাওয়ার সময়ে ভারত জোড়ো যাত্রার ভিডিওতে গানটি ব‍্যবহার করা হয়।

এরপরেই অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর এক আদালতের তরফে টুইটারকে নির্দেশ দেওয়া হয়, ভিডিওগুলি মুছে দিতে। পরবর্তীকালে আরো নির্দেশ দেওয়া হয়, কংগ্রেস এবং ভারত জোড়ো যাত্রার টুইটার হ‍্যান্ডেলগুলি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার জন‍্য।

পাশাপাশি কপিরাইট লঙ্ঘনের অভিযোগে রাহুল গান্ধী, জয়রাম রমেশ এবং সুপ্রিয়া শ্রীনাথের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। এ বিষয়ে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে সমস্ত আইনি ব‍্যবস্থা নেওয়া হবে দলের তরফে।

Niranjana Nag

সম্পর্কিত খবর