বাংলাহান্ট ডেস্ক: ভারতের লাইফলাইন ভারতীয় রেল (Indian Railways) নিজেদের পরিষেবার মান আরও উন্নত করতে সর্বদা তৎপরতা দেখিয়ে চলেছে। এত জরুরি একটি পরিষেবা যখন, সেখানে সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখাও তাদের কর্তব্য। তাই ভারতীয় রেল প্রতিনিয়ত চেষ্টা করছে তারা যাতে রেল ব্যবস্থাকে আরও সুরক্ষিত করে তুলতে পারে। এই মর্মে এমনই একটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিতে চলেছে রেল।
রেল দুর্ঘটনা রুখতে দেশের বিজ্ঞানী ও গবেষকদের যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে একটি যন্ত্র। এটির নাম ‘ভার্স’ (Verse Device)। ভারতীয় রেল এই যন্ত্রটি ব্যবহার করা শুরু করলে তাদের অনেক সুবিধাই হবে। ‘ভার্স’ যন্ত্রটি কীভাবে কাজ করে, কীভাবেই বা এটি রেলের সুবিধা করে দেবে, সব কিছু জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে।
রেলের তৈরি ‘ভার্স’ যন্ত্রের দ্বারা রেল লাইনের তাপমাত্রা সঠিকভাবে জানতে পারবেন রেলের কর্মীরা। গরম ও ঠাণ্ডা আবহাওয়ার সময়ে রেল লাইন বিস্তৃত বা সঙ্কুচিত হয়ে যায়। এই সবটাই হয় তাপমাত্রার তারতম্যের কারণে। নতুন এই যন্ত্রটি তাপমাত্রার এই তারতম্যের উপর লক্ষ্য রেখে রেলকে জানিয়ে দেবে লাইনের তাপমাত্রা কত এবং সেটি বিস্তৃত রয়েছে না সঙ্কুচিত।
রেলের কন্ট্রোল রুমের কর্মীরা এই তথ্য পেয়ে গেলে সতর্কমূলক ব্যবস্থা নিতে পারবেন। এর ফলে ট্রেন বেলাইন হওয়ার ঘটনাও আটকানো যাবে। ভারতীয় রেল নেটওয়ার্কে প্রথমবার উত্তর-পূর্ব রেল এই উদ্যোগ নিয়েছে। এই যন্ত্র ব্যবহার করে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে, ৪০ মিটার দূর অবধি রেললাইনের তাপমাত্রা কত রয়েছে তা সহজেই জানিয়ে দিতে পারছে এই যন্ত্র।
বিশেষজ্ঞদের মতে, এই যন্ত্র হার্ডওয়্যার ও সফটওয়্যার- উভয়ের উপর ভিত্তি করেই চলে। ‘ভার্স’ যন্ত্রে রয়েছে একটি ইনবিল্ট কম্পিউটার প্রোগ্রাম। এর ফলে রেল লাইন সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে এই যন্ত্র আগেভাগেই কন্ট্রোল রুমকে সতর্ক করে দেবে যে সেই স্থানে লাইনে ফাটল দেখা দিতে পারে। সেই মতো রেল ওই জায়গায় মেরামতির কাজ শুরু করে দিতে পারবে। বর্তমানে যেভাবে রেল লাইন মেরামতির কাজ হয়, এই যন্ত্র ব্যবহারের ফলে তা আরও মজবুত করা হবে। দুর্ঘটনা মুক্ত হবে ভারতীয় রেল।
ভারতীয় রেল দুর্ঘটনার হার একেবারে শূণ্যে নিয়ে যেতে আগ্রহী। প্রসঙ্গত, ২০২১ সালে প্রকাশিত তথ্য অনুসারে দেখা যায়, সে বছর ভারতে রেলের কারণে কোনও মৃত্যু হয়নি। এমনকি কেউ আহতও হয়নি। এছাড়াও রেল দুর্ঘটনার হার ৬৯ শতাংশ কমানো গিয়েছিল। সেই রেকর্ড বজায় রাখতে এবং দুর্ঘটনার হার আরও কমিয়ে আনতে তৎপরতার সঙ্গে কাজ করছে ভারতীয় রেল।