বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক দশক ধরে দেশের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হত ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)-র সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Limited, RIL)। কিন্তু, চলতি বছরের পরিসংখ্যান অনুযায়ী, এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে কড়া টক্কর দিয়ে দেশের লাভজনক প্রতিষ্ঠানের তকমা হাসিল করে ফেলল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India, SBI)। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা হয়েও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো বৃহত্তম ব্যবসায়িক সংস্থাকেও টেক্কা দিয়েছে SBI। এমতাবস্থায়, স্টেট ব্যাঙ্কের এই সাফল্য যে কর্মী ও গ্রাহকদের কাছে অত্যন্ত গর্বের, তা আর বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২২-২৩ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বাজিমাত করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর তার ওপর ভর করেই এই বিরাট কৃতিত্বের অধিকারী হয়েছে তারা। পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের একত্রিত নেট আয়ের পরিমান ছিল ১৪,৭৫২ কোটি টাকা। অপরদিকে, ওই একই ত্রৈমাসিকে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নেট আয় ছিল ১৩,৬৫৬ কোটি টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, SBI-এর স্ট্যান্ডঅ্যালোন ভিত্তিতে মোট লাভের পরিমান হল ১৩,২৬৫ কোটি টাকা। শুধু তাই নয়, স্টেট ব্যাঙ্কের স্ট্যান্ডঅ্যালোন জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৭৪ শতাংশ বেড়ে গিয়েছে। এমতাবস্থায়, এই পরিসংখ্যানকে স্টেট ব্যাঙ্কের সর্বকালের সেরা ত্রৈমাসিক রিপোর্ট বলে অভিহিত করা হচ্ছে।
এদিকে, ওই ত্রৈমাসিকে রপ্তানিতে ৪,০৩৯ কোটি টাকার উইন্ডফল ট্যাক্সের প্রভাবে এই লড়াইতে অনেকটাই পিছিয়ে গিয়েছে রিলায়েন্স। পাশাপাশি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই আয়ের মধ্যে Jio-র প্ল্যাটফর্ম থেকে মোট ৪,৭২৯ কোটি টাকা এসেছে বলে জানা গিয়েছে। এছাড়াও, রিটেলের ব্যবসা থেকে লাভ হয়েছে ৪,৪০৪ কোটি টাকা।
তবে, অর্ধ-বার্ষিক ভিত্তিতে, রিলায়েন্স এখনও এই দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে। ৩১,৬১১ কোটি টাকার নেট পরিসংখ্যানের ওপর ভর করে রিলায়েন্স ৬ মাসের মধ্যে সবচেয়ে লাভজনক সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে, SBI দাঁড়িয়ে রয়েছে ২২,০৭৭ কোটি টাকায়। পাশাপাশি আয়ের ভিত্তিতেও, রিলায়েন্সের মোট আয় হল ২,৫৩,৪৯৭ কোটি টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, এই সময়ে স্টেট ব্যাঙ্কের একত্রিত নেট আয় (Consolidated Net Income) প্রায় ৬৬ শতাংশ বেড়েছে। এক বছর আগে এটি ছিল ৮,৮৯০ কোটি টাকা। তবে, SBI-র মোট আয় এই ত্রৈমাসিকে ১,১৪,৭৮২ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। গত বছর এটি ছিল ১,০১,১৪৩ কোটি টাকা। এই প্রসঙ্গে SBI-এর চেয়ারম্যান দীনেশ কুমার খারা জানিয়েছেন, ব্যাঙ্ক যদি এই ত্রৈমাসিকে ট্রেজারি মুনাফাও যোগ করত, সেক্ষেত্রে এই নেট আয় আরও অনেক বেশি হতে পারত। যদিও সেক্ষেত্রে ঠিক কতটা বেশি আয় হত, তা অবশ্য জানা যায়নি।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…