“আমার লক্ষ্য সব বোলারদের আক্রমণ করা”, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতকে হুঁশিয়ারি এই পাক ক্রিকেটারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা একদমই ভালো হয়নি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ভারত এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে হারের পর অনেকেই ধরে নিয়েছিল যে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গিয়েছে। কিন্তু তাদের সকলকে মিথ্যে প্রমাণিত করে পরপর নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ভারতের সাথে সাথেই সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন বাবর আজমরা।

বিশ্বকাপের আগে তাদের সবচেয়ে বড় শক্তি যেটা ছিল, চলতি টুর্নামেন্টে পাকিস্তানের সেই জায়গাটাই সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরমেটের সেরা দুই তারকা ছিলেন তারা এই বিশ্বকাপে এখনও অবধি নিজেদের ছাপ ফেলতে ব্যর্থ হয়েছেন।

কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ থেকে দলে এমন একজনের অন্তর্ভুক্তি হয়েছে যার উপস্থিতি পাকিস্তানি ব্যাটিং অর্ডারের ভারসাম্য অনেকটাই বাড়িয়েছে। এই তরুণ পাক ক্রিকেটার হলেন মহম্মদ হ্যারিস। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে তার আগ্রাসী ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

এই তরুণ ক্রিকেটারকে শুরু থেকে কেন পাকিস্তান দলে জায়গা দেওয়া হয়নি সেই প্রশ্নও তুলেছেন অনেক পাকিস্তানি ক্রিকেট সমর্থক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১ ম্যাচে ২৮ রান করে তিনি নিজেকে চিনিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ১৮ বলে ৩১ রান করে তিনি দলকে কঠিন অবস্থা থেকে বার করে এনেছিলেন।

এবার সেমিফাইনালে নামার আগে তিনি বাকি তিনটি দলের বোলারদের হুঁশিয়ারি শুনিয়ে রাখলেন। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার প্রধান লক্ষ্য হল বোলারদের নামকে গুরুত্ব না দিয়ে শুরু থেকেই তাদের আক্রমণ করা। এটাই আমার নিজস্ব স্টাইল। এভাবেই বাকি ম্যাচগুলিতেও খেলবো আমি।” নিউজিল্যান্ডের বোল্ট-সাউদিরা কি শুনছেন?

Reetabrata Deb

সম্পর্কিত খবর