বাংলাহান্ট ডেস্ক: ফের চর্চায় মইনুল আহসান নোবেল (Noble) ওরফে বাংলাদেশের নোবেল ম্যান। আর আবারো নেতিবাচক কারণেই লাইমলাইট গিয়ে পড়েছে তাঁর উপরে। যে ভারতের রিয়েলিটি শোয়ের দৌলতে এত পরিচিতি সেই ভারতকেই কুরুচিকর ভাষায় আক্রমণ শানালেন নোবেল। বিশ্বকাপ ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ হেরে যাওয়াতেই নোবেলের এই রাগের বহিঃপ্রকাশ।
গত বুধবার টি ২০ বিশ্বকাপে ছিল ভারত বনাম বাংলাদেশের ম্যাচ। এদিন বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস মেথডে টাইগারদের হারিয়ে দেয় মেন ইন ব্লু। তারপর ফের পাকিস্তানের কাছে হেরে এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় ফেটে পড়েন নোবেল।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায় নোবেলকে। আইসিসি কে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলে তোপ দাগেন তিনি। শুধু তাই নয়, কমেন্ট বক্সেও অত্যন্ত কুরুচিকর, অশালীন ভাষা প্রয়োগ করেন তিনি ভারত সম্পর্কে।
কমেন্ট বক্সে নোবেলকে তুলোধনা করতে ছাড়েননি নেটনাগরিকরা। একজন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে ট্যাগ করে লিখেছেন, ‘কিছু বলবেন দাদা? একটু দেখবেন যাতে পশ্চিমবঙ্গ সরকার কোনদিন একে ঢুকতে না দেয়।কোন চ্যানেল এ যাতে সুযোগ না পায়।’ আরেকজন লিখেছেন, ‘যার খেয়ে বড় হলি থাকে অপমান করতে লজ্জা লাগে না?’
ওপার বাংলার অনেকেই নোবেলকে সমর্থন করলেও কয়েকজন তাঁকে ধিক্কার দিয়েছেন এমন কুরুচিকর পোস্টের জন্য। একজন লিখেছেন, ‘এভাবে বলতে নেই, আপনি কিন্তু ইন্ডিয়ার মাধ্যমে আজ নোবেল ম্যান।এ-র আগে আপনাকে কোন শিয়াল শকুন ও চিনতো না।আপনার মতো একজন সেলিব্রিটির কাছ থেকে এমন ভাষা আশা করিনি। আপনি অন্যভাবে বলতে পারতেন।’
নোবেলের কাছে এমন পোস্ট অবশ্য আশ্চর্যের কিছু নয়। এর আগেও এমন মানসিকতার পরিচয় দিয়েছেন তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে। এপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার দৌলতে খ্যাতির চূড়ায় ওঠেন নোবেল। কিন্তু তারপর থেকেই অদ্ভূত পরিবর্তন লক্ষ্য করা যায় তাঁর মধ্যে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অশালীন মন্তব্য করে বড়সড় বিপদে পড়েছিলেন নোবেল। তারপরেও একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। বিপদে পড়ার পর ক্ষমাও চেয়েছেন নোবেল। এবার ফের এমন কুরুচিকর পোস্ট। যদিও তারপরেও কোনো হেলদোল দেখা যায়নি ‘নোবেল ম্যান’এর।