বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র একটা দিন। তারপরেই অ্যাডিলেটের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। সেমিফাইনাল নিয়ে উত্তেজনা আগে থেকেই বাড়তে শুরু করে দিয়েছে। ভারতীয় দল দীর্ঘ ৭ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। আগের বছর জঘন্য পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয়েছিল বিরাট কোহলিদের। রোহিত শর্মার অধিনায়ক হতে এই বছর ট্রফি জিততে মরিয়া ভারত।
গ্রুপ পর্বে নেদারল্যান্ডস এবং জিম্বাবোয়েকে সহজেই হারিয়েছে ভারত। পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় এসেছে। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশ খারাপ ভাবেই হারতে হয়েছিল ভারতীয় দলকে। ইংল্যান্ড এই সকল প্রতিপক্ষের চেয়ে বেশ কিছুটা শক্তিশালী। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই তাদের গভীরতা অপরিসীম।
এমন দলের বিরুদ্ধে জিততে গেলে ভারতীয় দলকে তিনটি বিভাগেই সমান এবং নিখুঁত পারফরম্যান্স করতে হবে। ভারতীয় দলের তেমনটা করার ক্ষমতা রয়েছে। যদিও অ্যাডিলেডের মাঠে সমীকরণ বদলে যেতে পারে। ভারত এই মাঠে যখন শেষবার মাঠে নেমেছিল, তখন বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে রানের বন্যা বয়েছিল। এবারও যদি তেমনটা হয় তাহলে ভারতীয় টপ অর্ডারকে নিজেদের সেরাটা দিতে হবে। কারণ ভারতের কাছে ইংল্যান্ডের মতো ব্যাটিং গভীরতা নেই।
আরেকটি উপায়ও খুঁজে পাওয়া গেছে সেমিফাইনাল জিতে ফাইনালে যাওয়ার। পরিসংখ্যান বলছে অ্যাডিলেড ওভালে এখনো অবধি ১১ টি যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে সেই এগারটি ম্যাচেই যে দল টসে হেরেছে তারাই ম্যাচ জিতেছে। ওভালের এমন আশ্চর্য পরিসংখ্যান দেখে অবাক সকলেই।
অনেকে মজা করে বলছেন তাহলে ম্যাচ জেতার একদম নিখুঁত একটা ব্যবস্থা খুজে পাওয়া গেছে। রোহিত শর্মাকে শুধুমাত্র মাঠে নেমে টসে হারতে হবে এবং তাহলেই ভারতীয় দল এই ম্যাচ জিতে যাবে। যদিও যুক্তিবাদীরা এখান থেকে একটা ব্যাপার বুঝতে পারবেন, যা হলো এই ম্যাচের ওপর কোন বিরাট প্রভাব ফেলবে না। অর্থাৎ ভারতীয় দল যদি টসে হেরেও যায় তাহলেও নিজেদের সেরা টা দিলে এই ম্যাচ জিতে ফাইনালের টিকিট জোগাড় করতে পারবেন তারা।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…