বাংলাহান্ট ডেস্ক: তাঁর বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে বারবার। বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের দেশকে অপমান করার দায়ে কাঠগড়ায় দাঁড়িয়েছেন তিনি। বহুবার আইন আদালত হয়েছে তাঁর ‘কৌতুক’ নিয়ে। তিনি বীর দাস (Vir Das)। মানুষকে হাসাতে গিয়ে তাদের ভাবাবেগে আঘাত দিয়ে ফেলেন তিনি। স্বাভাবিক ভাবেই পড়তে হয় সমস্যায়।
এবারেও তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। হিন্দুদের ভাবাবেগ নিয়ে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে বীর দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হিন্দু জনজাগৃতি সমিতি। আগামী ১০ নভেম্বর বেঙ্গালুরুতে স্ট্যান্ড আপ কমেডি শো হওয়ার কথা ছিল বীরের। কিন্তু সেই শোও বাতিল করার দাবি জানানো হয়েছে।
সোমবার ব্যালিকলি পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করা হয় বীরের বিরুদ্ধে। অভিযোগ পত্রে সমিতির তরফে দাবি করা হয়, মালেশ্বরমের চৌডিয়া মেমোরিয়াল হলে একটি শো করতে চলেছেন বীর দাস। কিন্তু তাঁর বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী, ভারতীয় নারীদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছিল এর আগে।
মার্কিন মুলুকে গিয়ে একটি শোতে ভারতীয় সমাজে নারীদের অবস্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বীর। তিনি বলেছিলেন, ভারতে মহিলাদের দিনের বেলা পুজো করা হয় আর রাতে তাদের ধর্ষণ করা হয়! বলা বাহুল্য, বীর দাসের এমন বিষ্ফোরক অভিযোগ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল বিভিন্ন মহলে।
মুম্বইয়ে আগেই অভিযোগ দায়ের হয়েছিল কৌতুকশিল্পীর বিরুদ্ধে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে শো করতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত নয় বলে দাবি করে হিন্দু জনজাগৃতি সমিতি। উপরন্তু কর্ণাটকে ইতিমধ্যেই বিভিন্ন সাম্প্রদায়িক ইস্যু নিয়ে বিচ্ছিন্ন সমস্যা চলছে। এর মধ্যে বীর দাসের শো সমস্যার আগুনে ঘৃতাহুতি দিতে পারে বলে দাবি করা হয়েছে অভিযোগে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি বীর দাস।