বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি ভারতীয় টি-টোয়েন্টি দলে নিয়মিত হওয়ার পর থেকে ভারত মোট পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। তার মধ্যে ভারতীয় দল কেবলমাত্র ২০১৪ এবং ২০১৬ সালেই টুর্নামেন্টের নকআউট পর্যায়ে পৌঁছতে পেরেছিল। ওই দুইবারই বিরাট কোহলি ছিলেন দুর্দান্ত ছন্দে। এবারও অসাধারন ছন্দে রয়েছেন বিরাট কোহলি এবং নিয়ম মেনে ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত।
২০১৪ সালে ভারতীয় দল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল। প্রোটিয়া শিবিরকে হারিয়ে তারপর ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার মানতে হয়েছিল ধোনির ভারতকে। তার ঠিক দু’বছর পরে ধোনির নেতৃত্বে শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছিল ভারত। সেইবার অবশ্য ঘরের মাটিতেই সেমিফাইনালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপের দক্ষতার সামনে ভারতকে হার স্বীকার করতে হয়েছিল।
ওই তিনটি ম্যাচেই বিরাট কোহলি ছিলেন অসাধারণ ফর্মে। তার পক্ষ থেকে যা করা সম্ভব তিনি সবটুকুই করেছিলেন। ২০১৪ সালের ওই দুই ম্যাচেই বিরাট কোহলি, ডেল স্টেইন এবং লাসিথ মালিঙ্গার মতো বোলারদের বিরুদ্ধে যথেষ্ট সাবলীল ব্যাটিং করেছিলেন। ঠিক তেমনি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও বিরাট কোহলি ছিলেন অপ্রতিরোধ্য। ভারত হেরেছিল বাকি ব্যাটার কিংবা বোলারদের ব্যর্থতায়।
পরিসংখ্যান বলছে বিরাট কোহলিকে এখনো অবধি টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্যায়ে কোন বোলার আউটই করতে পারেননি। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি শেষ অবধি ক্রিজে থেকে ম্যাচ জিতিয়ে এসেছিলেন ভারতকে। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধেও অসাধারণ ব্যাটিং করে একদম শেষ বল অবধি ক্রিজে ছিলেন বিরাট। ১৯.৬ ওভারে দুই রান নিতে গিয়ে রান-আউট হয়েছিলেন তিনি। কোন শ্রীলঙ্কান বোলার তার উইকেট তুলতে পারেনি। তার দুই বছর পরে ওয়াংখেড়েতে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও স্যামুয়েল বদ্রি, সুলেমান বেনদের সামনে ব্যাট হাতে অপরাজিত ছিলেন কোহলি।
২০১৪ সালের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ৭৩ রানে অপরাজিত থাকে না। সেইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ৭৭ রান করে শেষ বলে রান আউট হন। দু’বছর পরে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ৮৯ রান করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত থাকার পাশাপাশি বল হাতে একটি উইকেটও নিয়েছিলেন বিরাট। পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্যায়ে ব্যাট হাতে তার গড় ২৩৮। বিশ্বের কোন ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্যায়ে এই পরিসংখানের ধারেকাছে আসেন না। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিতে এই পরিসংখ্যানে আরও কতটা উন্নতি করতে পারেন বিরাট সেদিকে সকলের নজর থাকবে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…