বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ এগোচ্ছে আমাদের দেশ। পাশাপাশি, প্রতিটি ক্ষেত্রেই নেওয়া হচ্ছে একাধিক যুগান্তকারী পদক্ষেপ। সেই রেশ বজায় রেখেই এবার ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রেও রীতিমতো নতুন যুগের সূচনা হতে চলেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, এবার ভারতের প্রথম ব্যক্তিগত রকেট (First Private Rocket) উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই অসম্ভবকেই এবার সম্ভব করা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের প্রথম ব্যক্তিগত রকেট বিক্রম এস (Vikram S) আগামী ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। মঙ্গলবার হায়দ্রাবাদ ভিত্তিক স্টার্টআপ স্কাইরুট অ্যারোস্পেস (Skyroot Aerospace) এই ঘোষণা করেছে।
মূলত, স্কাইরুট অ্যারোস্পেসের এই প্রথম মিশনটির কোডনাম হল “প্রারম্ভ” (Prarambh)। শ্রীহরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) লঞ্চপ্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হবে। এই প্রসঙ্গে স্কাইরুট অ্যারোস্পেসের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা জানিয়েছেন, “আধিকারিকরা আগামী ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে লঞ্চ উইন্ডোটি নোটিফাই করেছেন। এমতাবস্থায়, আবহাওয়ার পরিস্থিতির উপর ভিত্তি করে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।”
এদিকে এই মিশনের মাধ্যমে, স্কাইরুট অ্যারোস্পেসই হবে ভারতের প্রথম বেসরকারি কোম্পানি যারা সরাসরি মহাকাশে রকেট পাঠাবে। এমতাবস্থায়, নিঃসন্দেহে এটি ভারতের মহাকাশ গবেষণায় একটি নতুন যুগের সূচনা হিসেবেও বিবেচিত হচ্ছে। এই প্রসঙ্গে স্কাইরুট অ্যারোস্পেসের সিইও নাগা ভারত ডাকা জানিয়েছেন, “বিক্রম-এস রকেট হল একটি একক-পর্যায়ের সাব-অরবিটাল লঞ্চ ভেহিক্যাল। যা তিনজনকে বহন করবে এবং স্পেস লঞ্চ ভেহিক্যালের বিক্রম সিরিজের বেশিরভাগ প্রযুক্তি পরীক্ষা ও যাচাই করতে সাহায্য করবে।”
এদিকে, চন্দনা জানিয়েছেন যে, ISRO এবং IN-SPACE (Indian National Space Promotion and Authorization Centre)-এর অপরিসীম সমর্থনের কারণেই স্কাইরুট এত অল্প সময়ের মধ্যে বিক্রম-এস রকেট মিশন সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য যে, ভারতীয় মহাকাশ গবেষণার প্রাণপুরুষ বিক্রম সারাভাইকে শ্রদ্ধা জানানোর লক্ষ্যে স্কাইরুটের লঞ্চ ভেহিক্যালের নাম “বিক্রম” রাখা হয়েছে। পাশাপাশি, হায়দ্রাবাদে অবস্থিত, এই স্টার্টআপ মহাকাশে কমার্শিয়াল স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য অত্যাধুনিক স্পেস লঞ্চ ভেহিক্যাল তৈরি করে বলেও জানা গিয়েছে।