রিল বানিয়ে কাজ পেতে লাগে না, হতাশা কাটাতে ভিডিও বানান, স্পষ্ট জবাব ‘সুপারস্টার’ অপরাজিতার

বাংলাহান্ট ডেস্ক: বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির রত্ন স্বরূপ অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য (Aparajita Adhya)। ছোটপর্দা হোক বা বড়পর্দা সবদিকেই তিনি অতুলনীয়। দীর্ঘদিন ধরে অভিনয় জগতে রয়েছেন তিনি। প্রথম থেকে নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়ে আসছেন তিনি প্রতি পদে। অপরাজিতা আঢ‍্য নামেই উজ্জ্বল হাসিমুখের মিষ্টি একজন মানুষ।

শুধু অভিনয় নয়, সোশ‍্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। নানান পোজে ছবি শেয়ার করা থেকে শুরু করে নিত‍্য নতুন ট্রেন্ডিং গানে রিল ভিডিও বানাতে দেখা যায় ‘লক্ষ্মী কাকিমা’কে। অপরাজিতার নাচের দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো অবসর নেই। নিজস্ব নাচের স্কুলও আছে তাঁর।

aparajita adya
কখনো ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এর সেটে, কখনো আবার নিজের নাচের স্কুলের বাচ্চাদের নিয়ে রিল ভিডিও বানাতে দেখা যায় তাঁকে। শোনা যায়, ইদানিং সিনেমা সিরিয়ালে অভিনেতা অভিনেত্রীদের সুযোগ দেওয়া হয় ইনস্টাগ্রামে ফলোয়ারের ভিত্তিতে। ফলতঃ বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরাই এখন সোশ‍্যাল মিডিয়া ফ‍্যানবেস মজবুত করার দিকে জোর দেন।

https://www.instagram.com/reel/CikkrHcIisk/?igshid=YmMyMTA2M2Y=

অপরাজিতাও কী সেই কারণেই রিলে মজেছেন? সংবাদ মাধ‍্যমের প্রশ্নে তিনি স্পষ্ট ভাষায় বলেন, তাঁর রিল ভিডিও বানাতে বেশ মজা লাগে। সিরিয়ালের সেটের ছেলেমেয়েরা শিখিয়ে দিয়েছে সবটা। তাছাড়া এই ভিডিওর দৌলতে তাঁর নাচের স্কুল সম্পর্কেও জানতে পারেন অনেকে। পাশাপাশি মাঝেমাঝে যখন মন খারাপ হয় তখন নেচে গেয়ে নিলে মনটাও ভালো হয়ে যায় তাড়াতাড়ি।

https://www.instagram.com/reel/Ckk_8kag3W0/?igshid=YmMyMTA2M2Y=

ইনস্টাগ্রামের ফলোয়ারের ভিত্তিতে কাজ পাওয়ার কথাটা অস্বীকার করেননি অপরাজিতা। তবে তাঁর দাবি, এগুলো মুম্বইতেই বেশি হয়। আর তাছাড়া সোশ‍্যাল মিডিয়ার ফলোয়ারের ভিত্তিতে অভিনেতা অভিনেত্রীদের সুযোগ দেওয়ার বিষয়টা অত‍্যন্ত দুর্ভাগ‍্যজনক বলেই মনে করেন অপরাজিতা।


Niranjana Nag

সম্পর্কিত খবর