কোহলির ভালো বন্ধু হয়েও বৃহস্পতিবার তার ব্যর্থতা কামনা করছেন কেভিন পিটারসেন!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি অবশেষে নিজের খারাপ সময় থেকে বেরিয়ে এসছেন। চলতি বছরের আগস্ট মাস থেকেই বিরাট কোহলি ফের নিজের পরিচিত ছন্দ খুঁজে পেয়েছেন এবং ধারাবাহিকভাবে রান করে চলেছেন। এশিয়া কাপে তিনি দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো অবধি তিনি সর্বোচ্চ স্কোরার। ভারতকে সেমিফাইনালে তোলার রাস্তায় একটি বড় ভূমিকা পালন করেছেন বিরাট।

সেমিফাইনাল থেকে অবশ্য নতুন সফর শুরু হবে। বিরাট কোহলি আগে কি করেছেন তা কেউ মনে রাখবে না যদি না তিনি সেমিফাইনালে নিজের সাম্প্রতিক ফর্ম বজায় রাখতে পারেন। গোটা ক্রিকেট বিশ্বের অনেকেই বিরাট কোহলির খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়ে ছিলেন এবং এখন তিনি ফর্মে ফিরে আসায় তারা অত্যন্ত আনন্দিত।

v kohli

সেই তালিকায় ছিলেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন। কিংবদন্তি ইংল্যান্ড ক্রিকেটার বিরাট কোহলির খারাপ সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তবে এবার বিরাটের পরের প্রতিপক্ষ তার নিজের দেশ ইংল্যান্ড। তাই বৃহস্পতিবার অ্যাডিলেডের মাঠে বিরাট কোহলি নিজের সাম্প্রতিক ফ্রম ধরে রাখুক এমনটা চাইছেন না ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার।

পিটারসেন নিজের সাম্প্রতিক একটি ব্লগে লিখেছেন, “কোহলি যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল আমি সবসময় তার উপর ভরসা রেখেছিলাম। ও একজন বিনোদন প্রদানকারী। মাঝে কিছু সময় ওর পরিচিত ছন্দে ওকে পাওয়া যায়নি। কিন্তু বড় মঞ্চের ফের একবার ও জ্বলে উঠেছে অস্ট্রেলিয়ার মাঠগুলোতে। আমি একজন বন্ধু হিসাবে ওর জন্য খুব খুশি কিন্তু চাইবো পরের ম্যাচে বিরাট কোহলির ব্যাট হাতে একটা খারাপ দিন যাক।”

তিনি সেই লেখনিতে আরও যোগ করেছেন, “তার মত একজন ক্রিকেটারকে নিজের সেরা ফর্মে দেখাটা শুধুমাত্র ভারতের জন্য নয়, ক্রিকেটের কাছেও খুবই আনন্দজনক। যখন বিরাট ভালো খেলতে থাকে তখন ওর চারপাশে থাকা ক্রিকেটাররাও উদ্বুদ্ধ হয় এবং নিজেদের সেরা ক্রিকেটটা খেলে। আপনার দলের প্রধান ক্রিকেটার যখন ফর্মে থাকে তখন আপনাদের কাজটা অনেকটাই সোজা হয়ে যায় এবং এই মুহূর্তে ভারতের সাথে সেটাই হয়েছে।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর