বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে আরম্ভ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। প্রথম ম্যাচে আজ সিডনিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে জয়ী দল আগামী রবিবার মেলবোর্নে ফাইনাল খেলতে নামবে। আজকের ম্যাচের পরে আগামীকাল অ্যাডিলেডে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। তিনটি বিশ্বকাপের মঞ্চে ১০ বছর পর মুখোমুখি হচ্ছে দুই দল। সেই ম্যাচ নিয়েও উত্তেজনার আঁচ যথেষ্ট চড়ে রয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সতর্ক রয়েছে ভারতীয় দল। যদিও আইসিসি ক্রমতালিকায় এইমুহূর্তে ইংল্যান্ডের সেরা ব্যাটার ডেভিড মালান ও চলতি টুর্নামেন্ট ইংল্যান্ডের সেরা বোলারদের একজন মার্ক উডের মাঠে নামা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তবে ইংল্যান্ড স্কোয়াডে তাদের পরিবর্ত তৈরি রয়েছে ভালো হবে। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ইংল্যান্ড শিবিরে রয়েছে অগাধ গভীরতা, যা যেকোনো প্রতিপক্ষ দলকে ভাবিয়ে তুলতে বাধ্য।
এরমধ্যে ইংল্যান্ড দল নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। ভারত বনাম ইংল্যান্ড হাইভোল্টেজ সেমিফাইনালের একদিন আগে তিনি বলেছেন, “ভারতের এই ইংল্যান্ড দলকে ভয় পাওয়া উচিত। ইংল্যান্ড ভারতের চেয়ে অনেক ভালো সীমিত ওভারের ফরম্যাটের দল। সেমিফাইনালে এই প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে সতর্ক হয়ে ভারতের নিজেদের পরিকল্পনা সাজানো উচিত।”
যদিও এই ধারণাকে অনেক ক্রিকেট ভক্তই ভুল ধারণা বলে আখ্যা দিয়েছেন। চলতি বছরের মাঝামাঝি সময়ে এই ভারতীয় দল এই ইংল্যান্ড সফরে গেছিল। সেখানে একটি মাত্র টেস্ট ম্যাচে তারা হারলেও ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ জিতেই ফিরেছিল। ইংল্যান্ডের ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারানো ভারতীয় দল কোন প্রতিপক্ষ কি ভয় পাবে না বলে মন্তব্য করেছেন কিছু ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিত শর্মার চোটের পাশাপাশি মিডল অর্ডারে দীনেশ কার্তিক ও রিশভ পন্থের অফ ফর্ম কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকাতে অক্ষর প্যাটেলকে বসিয়ে যুজবেন্দ্র চাহালকে খেলানো উচিত কিনা সেই নিয়েও চিন্তা ভাবনা চলছে। তবে সেই ক্ষেত্রে ভারতীয় দলকে ব্যাটিং গভীরতার সঙ্গে আপোষ করে সিদ্ধান্ত নিতে হবে।