বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েক মাস পরেই ত্রিপুরায় (Tripura) অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। একদিকে যখন বিজেপি (Bharatiya Janata Party) তাদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া, আবার অপরদিকে বিরোধী দলগুলিও ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপি-আইপিএফটি (IPFT)-এর একের পর এক বিধায়ক জোট ছেড়ে অন্য দলে নাম লিখিয়ে চলেছেন আর এবার সেই তালিকায় যুক্ত হল আইপিএফটির বিধায়ক মেবার কুমারের জমাতিয়ার (Mevar Kumar Jamatiya) নাম। সূত্রের খবর অনুযায়ী, ওই বিধায়ক তিপ্রা মোথা দলে যোগ দিতে চলেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ত্রিপুরায় বিজেপি জোট ছেড়ে একাধিক নেতা এবং বিধায়করা অন্য দলে নাম লিখিয়ে চলেছেন। বিগত বেশ কয়েকদিন ধরে মেবার কুমার জমাতিয়ার ওপর অস্বস্তি ক্রমাগত বেড়ে চলেছিল। একদিকে যখন মন্ত্রিত্ব পদ থেকে বরখাস্ত করা হয় তাঁকে, আবার অপরদিকে দিল্লিতে একটি কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়ে পড়ে এই বিধায়কের। পুলিশের জেরার মুখেও পড়তে হয় আর এবার মেবার কুমারের পক্ষ থেকে বিজেপি জোটের সঙ্গ ছেড়ে দেওয়ার ঘোষণা ইতিমধ্য শোরগোল সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে।
বর্তমানে মেবার কুমার জমাতিয়াকে নিয়ে মোট পাঁচজন বিধায়ক শাসক জোট থেকে পদত্যাগ করলেন। এক্ষেত্রে সম্প্রতি বিজেপি ছাড়েন সুদীপ রায় বর্মন এবং আশিস দাস। তারা কংগ্রেসের যোগদান করেন আর অপরদিকে আইপিএফটি-র সঙ্গ ছেড়ে ত্রিপুরার বুকে নয়া দল তিপ্রা মোথাতে যোগদান করেন বৃষকেতু এবং বুর্বমোহন ত্রিপুরা।
যদিও দলীয় বিধায়কদের পদত্যাগের কারণে দলের ওপর বিশেষ কোনো প্রভাব পড়বে না বলেই দাবি বিজেপি নেতৃত্বের এবং একইসঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ত্রিপুরার বুকে বিজেপি-আইপিএফটি জোট ক্ষমতায় আসবে বলেই মত তাদের।
এদিন মেবার কুমারের দলত্যাগ প্রসঙ্গে বিজেপির এক নেতা বলেন, “ওর দলত্যাগের কারণে আমাদের কোন ক্ষতি হবে না। বরং এর ফলে আমাদের জোট সরকার দুর্নীতিমুক্ত হলো।” তবে অপরদিকে বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচন যেখানে আর কয়েক মাস বাদে অনুষ্ঠিত হয়ে চলেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে শাসক জোট ত্যাগ করে একের পর এক বিধায়কের তিপ্রা মোথা নামে নয়া দলে যোগদানের কারনে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে বড়সড় বদল আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না।