বাংলা হান্ট ডেস্কঃ ‘কংগ্রেস (Congress) আমলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) কাছে ঋণী গোটা দেশ’, ঠিক এই ভাষাতে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রীর প্রশংসায় মাতলেন মোদী সরকারের মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)। মনমোহন সিংয়ের উদার অর্থনীতিকরণের প্রশংসা শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীর গলায়। এক্ষেত্রে অতীতে কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীরা প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রশংসা করলেও একজন বিজেপি (Bharatiya Janata Party) নেতার গলায় এহেন বক্তব্য উঠে আসায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
গতকাল একটি অনুষ্ঠানে যোগদান করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। উক্ত অনুষ্ঠানে বক্তৃতা দিতে উঠে গড়করি বলেন, “উদার অর্থনীতিকরণের মাধ্যমে নতুন এক দিশার সন্ধান পেয়েছিল ভারতবর্ষ। এই জন্য গোটা দেশ মনমোহন সিং-এর কাছে ঋণী থাকবে। তাঁর এই উদারীকরণ কৃষক থেকে শুরু করে গরিব মানুষদের জন্য যে কতটা উপকারী ছিল, তার প্রমাণ পায় গোটা দেশ।”
কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, “গত শতাব্দীর নয়ের দশকের শুরুর দিকে আমি মহারাষ্ট্রের মন্ত্রী ছিলাম। সেই সময় উদার অর্থনীতির পথ প্রশস্ত করেছিলেন মনমোহন সিং। সেই কারণেই রাস্তা তৈরির টাকা জোগাড় থেকে শুরু করে অন্যান্য একাধিক বিষয় সহায়তা পেয়েছিলাম। এই অর্থনীতি একটা দেশকে সামনের পথে অগ্রসর করে নিয়ে যেতে সক্ষম। বেজিং তার উজ্জ্বল নিদর্শন।”
উল্লেখ্য, ১৯৯১ সালে লাইসেন্স রাজ এবং অন্যান্য একাধিক বিতর্কিত ইস্যুতে অন্ধকার গ্রাস করেছিল গোটা দেশকে। সেই মুহূর্তে উদার অর্থনীতিকরণের মাধ্যমে এক নতুন আলোর সন্ধান দেন তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং। অতীতে এহেন কর্মকাণ্ডের জন্য তাঁর প্রশংসা করতে শোনা যায় রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে অর্থনীতিবিদ সকলকেই আর এবার সেই একই পথে হাঁটলেন মোদী সরকারের মন্ত্রীও।
অপরদিকে বক্তৃতা রাখতে উঠে মনমোহন সিং বলেন, “আধুনিকতার সঙ্গে যদি ঐতিহ্যের মেলবন্ধন ঘটানো যায়, তাহলে পরবর্তী সময়ে ভারত সামনের পথে অগ্রসর হবে। বর্তমান প্রজন্মে ভারতীয়রা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী আর সেই কারণে সরকারকে আরো কার্যকর এবং স্বচ্ছ ভূমিকা গ্রহণ করতে হবে।”