বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে আমরা সবাই প্রায় “MBA Chaiwala” হিসেবে প্রফুল্ল বিল্লোরেকে চিনি। যিনি তাঁর পড়াশোনা শেষ করে চা বিক্রির মাধ্যমে সমগ্ৰ দেশজুড়ে নিজের পরিচিতি তৈরি করেছেন। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদেরকে এমন এক ভারতীয় যুবকের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি যিনি তাঁর BBA-এর পড়া বাদ দিয়ে বিদেশের মাটিতে চা বিক্রি শুরু করে দারুণভাবে সফল হয়েছেন। পাশাপাশি, তিনি পরিচিত হয়েছেন “Dropout Chaiwala” নামেও। মূলত, অস্ট্রেলিয়ার মেলবোর্ন হল কফিপ্রেমীদের জন্য একটি জনপ্রিয় শহর। আর সেখানেই মাত্র ২২ বছর বয়সী সঞ্জিত কোন্ডা হাউস তাঁর প্রথম স্টার্টআপ “Dropout Chaiwala”-র মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মাত্র এক বছরের মধ্যেই তাঁর কোম্পানি কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
BBA ছেড়ে চা বিক্রির সিদ্ধান্ত নেন: অন্ধ্রপ্রদেশের নেল্লোরে জন্মগ্রহণকারী সঞ্জিত কোন্ডা হাউস অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে BBA করছিলেন। পাশাপাশি, তিনি বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপের জন্যও আবেদন করেন। কিন্তু হঠাৎ করে, ২২ বছর বয়সী সঞ্জিত “চাওয়ালা” হওয়ার সিদ্ধান্ত নেন।
সঞ্জিতের চায়ের ফ্যান হয়ে যায় সবাই: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে যেখানে কফি জনপ্রিয়, সেখানেই সঞ্জিত তাঁর চায়ের প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এমতাবস্থায়, বর্তমানে মেলবোর্নের ব্যস্ত CBD (সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট) এলাকার এলিজাবেথ স্ট্রিটে অবস্থিত তাঁর স্টলে প্রতিদিন সকাল-সন্ধ্যেতে চা পান করেন বহু মানুষ।
এক বছরে এক মিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে: “Dropout Chaiwala”-র স্টলে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানদের পাশাপাশি স্থানীয় মানুষদের হাতেও চায়ের কাপ দেখা যায়। পাশাপাশি, এই স্টলের বিপুও জনপ্রিয়তার জন্য মাত্র এক বছরে এটি এক মিলিয়ন (অস্ট্রেলিয়ান) ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।
“ছোটবেলা থেকেই চা আমাকে মুগ্ধ করত”: ইতিমধ্যেই LinkedIn-এ সঞ্জিতের একটি সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে তিনি জানিয়েছেন যে, “আমি এখানে লা ট্রোব বিশ্ববিদ্যালয়ে BBA পড়তে আসি। কিন্তু আমি আমার কোর্স শেষ করতে ব্যর্থ হয়েছি। আমি কলেজ ছেড়ে দিয়েছিলাম এবং তারপর আমি আমার নিজের স্টার্টআপ শুরু করতে চেয়েছিলাম। আমি ছোটবেলা থেকেই চায়ের প্রতি মুগ্ধ ছিলাম এবং তারপরে ‘Dropout Chaiwala’ শুরু করার সিদ্ধান্ত নিই”।
খুলতে চলেছেন দ্বিতীয় আউটলেট: এই প্রসঙ্গে সঞ্জিত জানিয়েছেন, মানুষ যাতে ভারতের চায়ের স্বাদ পেতে পারে সে জন্য তাঁরা ভারত থেকেই চা পাতা নিয়ে আসেন। তাঁর মতে, “বোম্বে কাটিং” চা ভারতীয়দের মধ্যে খুব জনপ্রিয় এবং অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয়রা “মশলা চা” এবং “পকোড়া” পছন্দ করেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই তিনি মেলবোর্নে তাঁর দ্বিতীয় আউটলেটটি খুলতে চলেছেন বলেও জানা গিয়েছে।
এখানে কি ড্রপআউট পড়ুয়ারাই কাজ করেন: সঞ্জিত জানিয়েছেন, তিনি এমন পড়ুয়াদের নিয়োগ করেছেন যাঁরা পার্টটাইম চাকরি চান। পাশাপাশি, ড্রপআউট পড়ুয়াদের নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, “Dropout Chaiwala-য় আমরা নিয়োগ করার সময় ডিগ্রি নয়, বরং আবেগ এবং কঠোর পরিশ্রমকে সন্ধান করি।”