দুর্নীতির ছায়া দক্ষিণেশ্বর মন্দিরেও! সম্পত্তির হিসেবে গরমিলের অভিযোগে হাইকোর্টে মামলা, ED তদন্তের আর্জি

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বুকে একের পর এক দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজনীতি। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হোক কিংবা অন্যান্য একাধিক প্রতারণা মামলা, কোটি কোটি টাকার সম্পত্তির হদিস মিলেছে বাংলার একাধিক প্রান্তে আর এবার দক্ষিণেশ্বর (Dakshineswar) মন্দিরের সম্পত্তি, এমনকি শাড়ি ও গয়নার হিসেবে গরমিলের চাঞ্চল্যকর অভিযোগ তুলে ইডি (Enforcement Directorate) তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি মামলা দায়ের করা হলো, যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

অতীতেও দক্ষিণেশ্বর মন্দিরে অনিয়মের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। সেই মামলাটির শুনানি চলছে আর এর মাঝে এবার মন্দিরের সেবায়েত এবং ভক্তদের একটি অংশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল। চলতি সপ্তাহে এটির শুনানির সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণেশ্বর মন্দিরে সরকারি অনুদান, সম্পত্তি এবং শাড়ি-গয়নার হিসেবে গরমিলের অভিযোগ এনে উচ্চ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, গত কালীপুজোয় দেবী ভবতারিণীর উদ্দেশ্যে বিপুল পরিমাণ সম্পত্তির গয়না এবং শাড়ি প্রদান করে এক শ্রেণীর ভক্তরা, যার হিসেব পাওয়া যায়নি বলে দাবি।

এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে মন্দির কর্তৃপক্ষকে ১৩০ কোটি টাকা এবং কেন্দ্রের তরফ থেকে ২০ কোটি টাকার হিসেব গরমিল রয়েছে, এহেন অভিযোগ তুলে হাইকোর্টে গিয়েছে সেবায়তের একটি অংশ।

kolkata highcourt

আরও অভিযোগ, দক্ষিণেশ্বর মন্দিরের ক্ষমতা নিজেদের দখলে রেখেছে সেবায়তদের একটি বৃহত্তর অংশ। এক্ষেত্রে মন্দিরের ভিতর একাধিক কাজকর্মে অনিয়মের পাশাপাশি দোকান বন্টনে বেনিয়মের অভিযোগ উঠেছে। এক্ষেত্রে মামলাকারীদের দাবি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দিয়ে এই মামলার তদন্ত করানো উচিত, যাতে সত্য ঘটনা সকলের সামনে আসে। এখন দেখার, এই মামলায় কলকাতা হাইকোর্টের রায় কি হয়।

Sayan Das

সম্পর্কিত খবর