‘আমি গণেশ, পার্বতীসহ বাকি দেব-দেবীদের মানব না”, কংগ্রেস মেয়রের সামনে হিন্দু বিরোধী শপথ ছত্তিশগড়ে

বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রদেশ (Madhyapradesh) দিল্লির (Delhi) পর এবার ছত্তিসগড় (Chhattisgarh)। আবারও হিন্দু দেবদেবীর পুজো না করার জন্য দেওয়া হল শপথ। ঘটনাটি ঘটেছে রাজনন্দগাঁও এলাকায়। যেখানে শপথ বাক্য পাঠ করা হয় সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী হেমা সুদেশ দেশমুখ। তাঁর উপস্থিতিতেই এই ঘটনা ঘটায় দেশ জুড়ে উঠছে বিতর্কের ঝড়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে হিন্দু বিরোধী শপথ দেওয়ানো হচ্ছে উপস্থিত জনতাকে। এই ভিডিও প্রকাশ্যে আসে ৭ নভেম্বর। জানা যাচ্ছে, এটি একটি বৌদ্ধ সম্মেলনের ভিডিও। প্রথমে মধ্যপ্রদেশ, তারপর দিল্লি, এবার ছত্তিসগড়, একের পর এক অবিজেপি সরকার শাসিত রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে বৌদ্ধ সম্মেলনগুলি। এবং প্রত্যেক বৌদ্ধ বৌদ্ধ সম্মেলনেই দেওয়া হচ্ছে হিন্দু দেবদেবীর পুজো না করার শপথ।

ভিডিও তে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সেখানে উপস্থিত জনতাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। তিনি শপথ বাক্য হিসাবে বলছেন, ‘আমি গণেশ, দুর্গা ইত্যাদি কোনও হিন্দু দেবদেবীকে মানবো না। জীবনে আর কোনও দিন এদের পুজো করবো না। আমি এটা কখনই বিশ্বাস করবো না ঈশ্বর কোনও দিনই অবতার নিয়েছেন।’ যখন এই শপথ বাক্য পাঠ করা তখন সেই জায়গায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী হেমা সুদেশ দেশমুখ। এরপরই শুরু হয় বিতর্ক।

কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা সিংহ এই সংক্রান্ত ভিডিও টুইট করেন। তিনি নিজের টুইটে রাখেন, ‘কংগ্রেস শাসিত রাজ্যে হিন্দু বিরোধ চরমে। এখানে হিন্দু ভাবনায় খোলাখুলি ভাবে আঘাত করা হচ্ছে। কংগ্রেস নেত্রী নিজেই এখানে হিন্দু বিরোধী শপথ নিচ্ছেন। কোনও সনাতন বিরোধী কাজ হোক, আর তার সঙ্গে কংগ্রেসের যোগাযোগ থাকবেনা তা হতেই পারে না।

Sudipto

সম্পর্কিত খবর