টেট পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি! কাঠগড়ায় রাজ্যের শিক্ষাব্যবস্থা

বাংলাহান্ট ডেস্ক: টেট পরীক্ষা (TET Exam) নিয়ে বিতর্কের অন্ত নেই। এবার সেই টেট পরীক্ষা দিতে চেয়েই আবেদন করে বসলেন প্রাক্তন অ্যাডাল্ট ফিল্ম অভিনেত্রী সানি লিওন (Sunny Leone)। রীতিমতো তাঁর ছবি দিয়ে অ্যাডমিট কার্ডও প্রকাশিত হয়েছে। বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা।

কর্ণাটকের চিকমাগালুর জেলার এক টেট পরীক্ষার্থীর সঙ্গে এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত রবিবার কর্ণাটকে ছিল টেট পরীক্ষা। কিন্তু ওই পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড হাতে পেতেই চক্ষু চড়কগাছ। কার্ডে অন্যান্য তথ্য ঠিকঠাক থাকলেও ছবির জায়গায় তাঁর বদলে ছাপা হয়েছে সানি লিওনের একটি অশ্লীল ছবি।

232240432
জানা যাচ্ছে, রুদ্রাপ্পা কলেজে পরীক্ষার্থী নিজের অ্যাডমিট কার্ডটি দেখাতেই ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিসে অভিযোগ দায়ের করেন কলেজের প্রিন্সিপাল। ছড়ায় চাঞ্চল্য। শুরু হয় রাজনৈতিক চাপানউতোরের পালা। কংগ্রেসের তরফে অভিযোগের আঙুল তোলা হয় কর্ণাটকের রাজ্য সরকারের দিকে।

কর্ণাটকের কংগ্রেস সোশ্যাল মিডিয়া চেয়ারপার্সন বি আর নাইডু অ্যাডমিট কার্ডের ছবি সহ টুইট করে তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে। পালটা রাজ্যের শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, প্রত্যেক পরীক্ষার্থীকে নিজের ছবি আপলোড করতে বলা হয় অ্যাডমিট কার্ডের জন্য। যে ছবি আপলোড করা হয় সিস্টেম সেটাই ছেপে দেয় কার্ডে।

https://twitter.com/Gk_India33/status/1590187951027556352?t=fFf9lNzs104Pe9use0NpRg&s=19

 

পরীক্ষার্থী মুখ খুলতে জানা যায় আরেক ঘটনা। ওই পরীক্ষার্থী দাবি করেন, তার স্বামীর এক বন্ধু অ্যাডমিট কার্ডের জন্য যাবতীয় তথ্য আপলোড করেছিল। আসল ঘটনা কী, দোষটাই বা কার তা খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রকের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এ বিষয়ে।

Niranjana Nag

সম্পর্কিত খবর