গোটা টুর্নামেন্টের ব্যর্থতা কাটিয়ে আজ জ্বলে উঠে পাকিস্তানকে ফাইনালে নিয়ে গেলেন বাবর ও রিজওয়ান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টুর্নামেন্টে পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপ পাকিস্তানকে চূড়ান্ত ভুগিয়ে ছিল চলতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। চূড়ান্ত অফ ফর্মে ছিলেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের সমর্থকরা তাদের যথেষ্ট সমালোচনা এবং অন্যান্য দেশের সমর্থকরা তাদের যথেষ্ট ব্যঙ্গ করেছিলেন। কিন্তু সেমিফাইনালে জ্বলে উঠলেন দুই পাক তারকা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু পাকিস্তানি বলি না আক্রমণের সামনে পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়ে ফেলে বেশ কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল কিউয়িরা। সেখান থেকে অধিনায়ক কেন উইলিয়ামসনের ধীর গতির ৪৬ এবং ড্যারেন মিচেলের অপরাজিত ৫৩ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড ম্যাচে ফিরে এসেছিল। পাকিস্তানের সামনে তারা ১৫৪ রানের টার্গেট রেখেছিল চেজ করার জন্য। কৃপণ বোলিং করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছিলেন শাহিন আফ্রিদি।

New zealand mitchell

কিন্তু ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনাররা যে তান্ডব শুরু করলেন, রাতে প্রথম দুই ওভারের পরেই যেন খেলা থেকে হারিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথম ওভারেই বাবর আজমের ক্যাচ ফেলেছিলেন কিউয়ি উইকেট রক্ষক ডেভন কনওয়ে। তার খেসারত গোটা ইনিংস জুড়ে তাদের দিতে হলো। সুপার টুয়েলভের যাবতীয় ব্যর্থতার স্মৃতি মুছে ফেলে ৩৮ বলে দুর্দান্ত অর্ধশতরান করেন বাবর আজম। ১৫৩ তাড়া করতে নেমে ৭০ বলেই ১০০ রান তুলে ফেলে পাকিস্তান।

কিন্তু এরপর যে বোল্টের বলে তার ক্যাচ পড়েছিল, তার বলেই ১৩ তম ওভারের চতুর্থ ডেলিভারিতে মিড অনে ধরা পড়েন বাবর। ৭ টি চার সহ ৪২ বলে ৫৩ কার্যকরী ইনিংস খেলে যান বাবর। এরপর ব্যাটিং করতে না মহম্মদ হ‍্যারিস প্রথম থেকেই নিউজিল্যান্ড বোলারদের আক্রমণ করতে শুরু করেন। ৩৬ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন মহম্মদ রিজওয়ান। ঈদ সঙ্গে সঙ্গে একটি রেকর্ড করে ফেলেন রিজওয়ান ও বাবরের জুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জুটি হিসেবে তিনটি শতরানের পার্টনারশিপ গড়ে এই জুটি।

খেলা যখন শেষ চার ওভারে পৌঁছায় তখন পাকিস্তানের জয়ের জন্য বাকি ছিল কেবলমাত্র ২৬ রান। এরই মাঝে একবার মহম্মদ হ্যারিসের ক্যাচ ফেলেছিলেন মিচেল স‍্যান্টনার। কিন্তু জয়ের জন্য আর ২১ রান বাকি এমন অবস্থায় এসে ৫৭ রানের ব্যক্তিগত স্কোরে আউট হন রিজওয়ান। কাজ শেষ করার ভার এসে পড়ে মহম্মদ হ্যারিসের ওপর। ৩০ রান করে জেতার জন্য আর দুই রান বাকি এমন অবস্থায় আউট হন। তিনি আউট হলেও সাত উইকেটে ম্যাচ যেতে পাকিস্তান। পরিকল্পনাহীন বোলিং এবং বাজে ফিল্ডিংয়ের দৌলাতে আজ নিউজিল্যান্ডকে হারতে হলো। কিন্তু খেলা শেষ হবার অবধি নিয়ে গিয়েছিলেন তারা। রবিবারে মেলবোর্নে পাকিস্তানের প্রতিপক্ষ কারা হয় তা জানতে অপেক্ষা আর ২৪ ঘন্টার।

Reetabrata Deb

সম্পর্কিত খবর