বাংলাহান্ট ডেস্ক: যেসব বিদেশি অভিনেত্রীরা ভারতে এসে মডেলিং এবং অভিনয়ের জগতে কেরিয়ার শুরু করেন এবং জনপ্রিয় হন তাদের মধ্যে অন্যতম লিসা রে (Lisa Ray)। জন্মসূত্রে কানাডিয়ান হলেও তিনি জনপ্রিয় হন কিছু বলিউড এবং দক্ষিণী ছবিতে অভিনয় করার পর। পাশাপাশি কিছু নামী ব্র্যান্ডের হয়ে মুখও দেখিয়েছেন লিসা। কিন্তু তাঁর জীবন এক নিমেষে ওলটপালট হয়ে যায় ক্যানসার ধরা পড়ার পর।
২০০৯ সালে অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন লিসা। স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করাতে হয়েছিল তাঁকে। তবে এখন তিনি সম্পূর্ণ ক্যানসার মুক্ত। কিন্তু মারণ রোগের জটিল চিকিৎসায় কেমোথেরাপি করতে গিয়ে মাথার চুল উঠে গিয়েছিল তাঁর। আর এ জন্য একটি ট্রাভেল শোও হাতছাড়া হয়ে গিয়েছিল লিসার।
সম্প্রতি ক্যানসার সম্পর্কে সচেতনতা দিবসে নিজের লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করেন মডেল অভিনেত্রী। একটি লম্বা বার্তায় তিনি জানান, চিকিৎসক যখন প্রথম তাঁর রক্তপরীক্ষার রিপোর্ট দেখেন তখন অবাক হয়ে বলেছিলেন, যেকোনো সময় হৃদরোগে আক্রান্ত হতে পারেন তিনি। আরো কিছু পরীক্ষার পর আরেক চিকিৎসক তাঁকে জানান যে তিনি ক্যানসার আক্রান্ত।
জীবনে কখনো থামতে শেখেননি লিসা। কিন্তু ওই খবরটা শোনার পরেই থেমে গিয়েছিলেন তিনি। পোস্টে লিসা জানান, তাঁর সত্ত্বার একটা অংশ আধ্যাত্মিক শান্তি খুঁজত। বই লেখার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু কাজের চাপে তা কখনো সম্ভব হয়নি। ক্যানসারের চিকিৎসার সময়ে তাঁর এও মনে হয়েছিল যে তিনি হয়তো আর বাঁচবেন না। পুনর্জন্ম হয়েছিল তাঁর।
কিন্তু ক্যানসার মুক্ত হওয়ার পরেও যন্ত্রণার শেষ হয়নি লিসার। তিনি জানান, প্রথমে ভেবেছিলেন পরচুলো পরবেন সর্বসম্মুখে। কিন্তু পরে সেটা খুলে ফেলে ছোট চুলেই ক্যামেরার সামনে আসেন লিসা। একটি ট্রাভেল শোয়ের অংশ হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শুধুমাত্র চুল ছোট হওয়ার কারণে চ্যানেল তাঁকে বাদ দিয়ে দেয়। লিসা জানান, ওটা সত্যিই তাঁর কাছে হৃদয়বিদারক ছিল।
https://www.instagram.com/p/Ckqi1JkvuFN/?igshid=YmMyMTA2M2Y=
৩ বছর পর ফের ক্যানসারে আক্রান্ত হন লিসা। কিন্তু এবারে আর কোনো অস্ত্রোপচার লাগেনি। ২০১২ সালে বিয়ে করেন লিসা। এখন সম্পূর্ণ ক্যানসার মুক্ত তিনি। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল লিসার লেখা বই ‘ক্লোজ টু দ্য বোন’।