বাংলাহান্ট ডেস্ক : এই সপ্তাহের শনিবার হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন (Himachal Pradesh Assembly Election 2022)। এই মুহূর্তে সে রাজ্যের ভোট প্রস্তুতি তুঙ্গে। তার মধ্যে বুধবার এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল হিমাচল প্রদেশ। চামবিতে নির্বাচনী প্রচারে যাওয়ার সময় হঠাৎই নিজের কনভয় থামিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানা গিয়েছে, একটি অ্যাম্বুলেন্সকে পথ ছেড়ে দেওয়ার জন্য কনভয় থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মোদি। গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, অ্যাম্বুলেন্সের যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে মাঝ রাস্তায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। বিধানসভা নির্বাচনের প্রচারের এই মুহূর্তে ওই রাজ্যে রয়েছেন প্রধানমন্ত্রী।
https://twitter.com/AshishSinghNews/status/1590260898354327555?t=WARbB8WQLN_HOeAsyNwIcg&s=08
হিমাচল প্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে কাঙরা জেলা থেকে বিরোধী কংগ্রেসকে নিশানা করেছেন মোদি। তাঁর দাবি, কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস হিমাচল প্রদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একাধিক রাজ্যের উন্নয়নের পথে ‘শত্রু’-র মতো আচরণ করেছে কংগ্রেস। মোদি আরও জানিয়েছেন, রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপির ক্ষমতায় থাকা প্রয়োজন।
প্রসঙ্গত, ২০১৭ সাল পর্যন্ত কংগ্রেস সেরাজ্যে ক্ষমতায় ছিল। মোদির দাবি, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর রাজ্যের উন্নয়নের শত চেষ্টা করলেও কংগ্রেস তাতে বাধা দিয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এদিন জানান, কংগ্রেস প্রতিনিয়ত সেনাবাহিনীকে অপমান করেছে এমনকী সেনা জওয়ানদের সঙ্গে গুন্ডাদের তুলনা টেনেছেন। জঙ্গি কার্যকলার মোকাবিলায় পাকিস্তানে সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। নমোর মতে, কংগ্রেস হিমাচলে ক্ষমতায় ফিরতে প্রবলভাবে চেষ্টা করছে, কিন্তু তারা সরকারে ফিরে এলে রাজ্যের উন্নয়ন বাধা পাবে। কংগ্রেস যতই চেষ্টা করুক, হিমাচল প্রদেশের জনতা বিজেপিকে আবারও ক্ষমতায় ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এমনই দাবি করলেন নরেন্দ্র মোদি।