বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে বাবর আজমের পাকিস্তান। কেউ কিউয়িদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন দুই পাক ওপেনার মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম। ৮ উইকেটে বড় জয় পেয়ে মেলবোর্নের টিকিট পেয়ে গেছে পাক দল। রবিবারে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে চাইলে আগামীকাল অ্যাডিলেডে ইংল্যান্ড বাধা টপকাতে হবে রোহিত শর্মাদের।
যেভাবে গোটা টুর্নামেন্টের ছন্দে না, থেকেও সেমিফাইনালে ঘুরে দাঁড়িয়েছেন দুই পাক ওপেনার ঠিক তেমনভাবেই অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমের আশা যে অফফর্মে থাকা রোহিত শর্মা বিশ্বকাপের সেমিফাইনালে মতো বড় মঞ্চে নিজের স্বকীয় আন্দাজে ফের একবার ফিরবেন। কিন্তু ভারতীয় অধিনায়ক নিজে কি মনে করছেন এই নিয়ে।
অ্যাডিলেডে মাঠে নামার আগে রোহিত শর্মার চোট নিয়ে একটা সংখ্যা ছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। কিন্তু নিজেই সেই সংখ্যা কাটিয়ে দিয়ে রোহিত জানিয়েছেন যে অনুশীলনের সময় তার একটি চোট লেগেছিল সেটা ঠিকই, কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে কোন অসুবিধা হবে না তার। সেই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কোন ক্রিকেটারের ওপর তার আস্থা রয়েছে সবচেয়ে বেশি সেটাও জানিয়েছেন রোহিত।
সূর্যকুমার যাদব চলতি টুর্নামেন্টে এবং চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ফরম্যাটে। কাল আরও একবার ভারত জয়ের জন্য তার ব্যাটিংয়ের উপর নির্ভর করবে। রোহিত শর্মা সূর্যকুমার যাদবের এত বড় সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, “ও সব সময় বর্তমানে বাঁচতে ভালোবাসে। অতীতে কি হয়েছে, সেই নিয়ে খুব একটা ভাবেনা এবং মাঠে নেমে নিজের খেলাটা উপভোগ করে। সেই জন্যই চলতি বছরে ও এত সফল।”
সূর্যকুমার যাদবকে নিয়ে চিন্তিত ইংল্যান্ড শিবিরও। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জানিয়েছেন সূর্যকুমার যাদবের সবচেয়ে বড় শক্তিই হলো মনে কোনো রকম দ্বিধা বা দ্বন্দ না রেখে, সামনে বোলার কে আছে সেটা না দেখে, যেমন ইচ্ছে শট খেলার ক্ষমতা। সঙ্গে ইংল্যান্ড অধিনায়ক এটাও জানিয়েছেন যে তাকে আটকানোর রাস্তা যদি খুঁজে বার না করা যায় তাহলে ভারত অতি সহজেই ম্যাচ নিয়ে বেরিয়ে যাবে। মঞ্চ প্রস্তুত রয়েছে, এবার খালি মাঠে নেমে পারফরম্যান্স করার অপেক্ষা।