‘নিজেদের মধ্যে ঝামেলা করলে দলে জায়গা হবে না’, গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যুতে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ কৃষ্ণনগরে (Krishnanagar) সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। একদিকে যখন সিবিআই এবং ইডি প্রসঙ্গে বিজেপিকে (BJP) একের পর এক কটাক্ষ ছুঁড়ে দিলেন তিনি, আবার অপরদিকে সিএএ প্রসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। অবশেষে এদিন গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও দলীয় কর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, “নিজেদের মধ্যে ঝামেলা করলে দলে স্থান পাওয়া যাবে না।” এমনকি পরবর্তীতে একটি কমিটিও গঠন করে দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে কোণঠাসা তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডলরা জেল হেফাজতে। এই পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলকে অস্বস্তিতে ফেলতে মরিয়া বিরোধী দলগুলি। আবার অপরদিকে দলের ভেতর গোষ্ঠী দ্বন্দ্ব চরমে।

এই পরিস্থিতিতে এদিন অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দলের মধ্যে ঝগড়া করা চলবে না। নিজেদের মধ্যে ঝামেলা করলে তাকে আর দলে স্থান দেওয়া হবে না। মনে রাখতে হবে, যদি মানুষ না থাকে, তাহলে আমরা শূন্য। তাই মানুষের কথা সবসময় আগে চিন্তা করতে হবে।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “কে ভালো কাজ করে, আর কে ভালো কাজ করে না, তা আমার জানা আছে। যদি ইগো নিয়ে থাকতে হয়, তাহলে বাড়িতে বসে থাকুন। আমরা কোন গ্রুপ নয়। আমরা একটা পরিবার। মানুষের জন্য কাজ করতে হবে, জনসংযোগ বৃদ্ধি করতে হবে।”

images 8

দলের ভেতর গোষ্ঠী কোন্দল মেটাতে এদিন একটি কমিটি পর্যন্ত গঠন করেন মুখ্যমন্ত্রী, যেখানে স্থান পেয়েছেন মহুয়া মৈত্র, উজ্জ্বল বিশ্বাস সহ নদিয়া জেলার একাধিক তৃণমূল বিধায়করা। সব মিলিয়ে এদিন সভা থেকে মমতার বার্তা, “সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

Sayan Das

সম্পর্কিত খবর