বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (টুইটারে) একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটায় দেখা যাচ্ছে এক দল লোক বাইকের চাকায় আটকে থাকা একটি বাঁদরকে উদ্ধার করার চেষ্টা করছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাদোসরাইয়ে। বাঁদরটি যখন রাস্তা পার করছিলো তখন ভুল করে বাইকের চাকায় আটকে যায় এর ফলে ঘটে যায় এই দুর্ঘটনা।
যাঁরা নিজেদের চোখের সামনে এই দুর্ঘটনাটি ঘটে তাঁরা বলেন, বাঁদরটি যখন রাস্তা পার করছিলো তখন খুব গতিতে ধেয়ে আসা একটি বাইক তাকে ধাক্কা মারে এবং বাঁদরটি বাইকের চাকায় আটকে যায়। ভাগ্যক্রমে বাইকের চালকটি সেই মুহূর্তেই বাইকটি থামিয়ে দেয়, সেই জন্যই বাঁদরটি প্রাণে বেঁচে যায় এবং তার শরীরে কোনো আঘাত লাগেনি।
ভিডিওটায় দেখা যায় বাঁদরটি বাইকটির চাকায় আটকে গেছিলো। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে বাঁদরটিকে উদ্ধারের চেষ্টা করতে শুরু করে। এই নিয়ে অঞ্চলে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষের উচিৎ আরও সাবধানে বাইক বা গাড়ি চালানো। রাস্তা ঘাটে ইদানিং দুর্ঘটনা তো লেগেই থাকে। মানুষ তো বটেই পশু পাখিরাও আজকাল নিরাপদ নয়। রাস্তাঘাট নিরাপদ হোক এটাই দাবি।
#Viralvideo A monkey gets stuck in one of the wheels of a speeding motorcycle while crossing a road in UP's Barabanki. People rushed in to rescue the monkey immediately. pic.twitter.com/45WtQs53bD
— India.com (@indiacom) November 9, 2022
সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিও আমাদের মন ভালো করে দেয়, আনন্দ ছড়িয়ে দেয়। আবার এই রকম কিছু ভিডিও বিষাদে ভরিয়ে দেয় আমাদের মন। কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এই ধরণের ভিডিও। আশা করা যাক এই ধরণের ভিডিও না মানুষের মনে স্থান পাক আনন্দ এবং খুশির ভিডিও।