বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ সিডনিতে নিউজিল্যান্ডকে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টিকিট পেয়ে গেছে পাকিস্তান। বেশ দাপট দেখিয়েই ব্ল্যাক ক্যাপসদের উড়িয়ে দিয়েছেন বাবর আজমরা। চলতি বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি পাকিস্তান দলের, কিন্তু আচমকেই ঘুরে দাঁড়িয়ে তারা এখন টুর্নামেন্টের ফাইনালে। আগামীকাল ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যে দল অ্যাডিলেডের মাটিতে জয় পাবে তারাই মেলবোর্নে রবিবার পাকিস্তানের মুখোমুখি হবে।
কাল অ্যাডিলেডে ভারতের কাজটা একেবারেই সহজ হবে না। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ এখন অবধি অ্যাডিলেটে খেলেছে ভারতীয় দল। দেশের বিরুদ্ধে সেই ম্যাচে বেশ কষ্ট করে জয় পেতে হয়েছে রোহিত শর্মাদের। ইংল্যান্ডের বিরুদ্ধে কি একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে ভারতীয় দলকে, নাকি পাকিস্তানের মতই দাপট দেখিয়ে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছাবে তারা?
ভারতের প্রাক্তন তারকা লেগস্পিনার অনিল কুম্বলের সামনে এই প্রশ্ন রাখা হলে তিনি একটি উপায় বাতলে দিয়েছেন রোহিত শর্মাদের। কিংবদন্তি ক্রিকেটারের মতে একটি কাজ ঠিকঠাক ভাবে করতে পারলেই ভারতীয় দল আগামীকালের ম্যাচে ইংল্যান্ডকে টেক্কা দিতে পারবে এবং সেই কাজটি করার জন্য ভারতীয় বোলারদের নিজেদের সেরা ছন্দে থাকতে হবে বলে তার মত।
অনিল কুম্বলে ভারতকে জয়ের উপায় বাতলে দিতে গিয়ে বলেছেন, “অ্যাডিলেডে আমরা আগের দিনই দেখেছি যে খাতায়-কলমে অনেক দুর্বল দল হয়েও বাংলাদেশ কিভাবে পাওয়ারপ্লেতে একটা সুন্দর স্টার্ট পাওয়ার পর ভারতের ওপর জাতীয় বসেছিল। ইংল্যান্ডের ওপেনাররা অত্যন্ত আগ্রাসী। ভারতের প্রধান কাজ হবে পাওয়ার প্লে-তে ইংল্যান্ড দল যখন ব্যাটিং করবে তখন উইকেট তুলে বা রান আটকে রেখে ইংল্যান্ডকে অস্বস্তিতে ফেলা। ভুবনেশ্বর, অর্শদীপরা এই একটা কাজ সঠিকভাবে করতে পারলেই ম্যাচ অনেকটা ভারতের দখলে চলে আসবে।”
যদিও কাল কোন দল জিতবে সেই নিয়ে কোনও ভবিষ্যৎবাণী করতে চাননি কুম্বলে। তার মতে ইংল্যান্ড পেসার মার্ক উডের সুস্থ হয়ে ওঠা নিয়ে ম্যাচের ভবিষ্যৎ নির্ভর করছে। রোহিত শর্মার অফফর্ম প্রসঙ্গে তিনি বলেছেন যে এই বিশ্বকাপে কোনও ওপেনারই এখনও অবধি ধারাবাহিক ভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি। রোহিত সময় মতো ফর্মে ফিরবেন।