ক্রমাগত দাম কমছে অপরিশোধিত তেলের! জানুন আজকে আপনার শহরে পেট্রোল-ডিজেলের নতুন মূল্য

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত কমলেও, ভারতীয় তেল সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের দামে (Petrol-Diesel Price) কোনো পরিবর্তন করছে না। উল্লেখ্য যে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত কয়েকদিন ধরেই কমে আসছে। পাশাপাশি, আগামী দিনে অপরিশোধিত তেলের দাম আরও কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। এমতাবস্থায়, দেশের চারটি মহানগরে পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন করা হয়নি।

তবে, দেশের অন্যান্য শহরগুলিতে স্থানীয় কর এবং পণ্য পরিবহনের খরচের কারণে পেট্রোল এবং ডিজেলের দাম সামান্য পরিবর্তিত হয়েছে। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গেই বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

এই শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি:
১. দেশের রাজধানী দিল্লিতে, প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.৭২ টাকায়। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৮৯.৬২ টাকা।
২. মুম্বাইতে ১ লিটার পেট্রোলের দাম হল ১০৬.৩১ টাকা। অপরদিকে প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৪.২৭ টাকা।
৩. কলকাতায় লিটার প্রতি লিটার পেট্রোলের দাম হল ১০৭.০৩ টাকা। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৯২.৭৬ টাকা।
৪. চেন্নাইতে ১ লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা। অপরদিকে প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৪.২৪ টাকা।

দেশের বাকি শহরগুলিতে পেট্রোল এবং ডিজেলের দাম:
১. নয়ডায় প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.৯৪ টাকায়। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৯০.১১ টাকা।
২. উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ১ লিটার পেট্রোলের দাম হল ৯৬.৫৭ টাকা। পাশাপাশি, ১ লিটার ডিজেলের দাম হল ৮৯.৭৬ টাকা।
৩. বারাণসীতে প্রতি লিটার পেট্রোলের দাম হল ৯৭.৪৯ টাকা। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৯০.৬৭ টাকা।

Petrol news

৪. বিহারের রাজধানী পাটনায় ১ লিটার পেট্রোলের দাম হল ১০৭.৫৯ টাকা। পাশাপাশি, ১ লিটার ডিজেলের দাম হল ৯৬.৪০ টাকা।
৫. গাজিয়াবাদে প্রতি লিটার পেট্রোলের দাম হল ৯৬.৪০ টাকা। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৮৯.৫৮ টাকা।
৬. মিরাটে ১ লিটার পেট্রোলের দাম হল ৯৬.৫৩ টাকা। পাশাপাশি, ১ লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৮৯.৩০ টাকায়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর