সুপারস্টার! তবু অনাড়ম্বর ভঙ্গিতে চায়ের দোকানের সিঁড়িতে অপেক্ষা ডিভিলিয়ার্সের, সাধুবাদ জানালেন ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট বিশ্বে যে ক্রিকেটাররা নিজেদের নম্রতা ও ভদ্রতার জন্য পরিচিত সেই তালিকায় বেশ উপরের দিকেই থাকবে এবি ডিভিলিয়ার্সের নাম। বরাবরই নিজের চমৎকার স্বভাবের জন্য পরিচিত তিনি। দেশের হয়ে খেলার পাশাপাশি যখন বিভিন্ন ফ্র‍্যাঞ্চাইজি লিগগুলোতেও তখন দর্শক, সাপোর্ট স্টাফ প্রত্যেকের সঙ্গেই তার ব্যবহার দেখে বোঝা যায় যে অত্যন্ত দক্ষ একজন ক্রিকেটার হলেও তিনি নিজের পা মাটিতে রেখে চলতে পছন্দ করেন।

সম্প্রতি ভারতের মাটিতে পার হয়েছেন এই তারকা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। গত বছর তিনি সমস্ত রকমের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তারপর আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কর্তৃপক্ষ যাদের হয়ে এবি ডিভিলিয়ার্স দীর্ঘদিন আইপিএল খেলেছেন, তারা জানিয়েছিলেন যে ভবিষ্যতে এই তারকা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে তাদের দলের কোন একটা ভূমিকায় নিয়োগ করতে চান তারা।

খুব সম্ভবত সেই সূত্রেই ভারতে পা রেখেছিলেন ডিভিলিয়ার্স। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর তিনি পাড়ি দিয়েছিলেন মহারাষ্ট্রে। দেখা করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারের সাথে। তারপর তিনি মহারাষ্ট্রে থাকাকালীনই তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল হয়।

এই ছবিতে দেখা যাচ্ছে যে এবি ডিভিলিয়ার্স নিজের আরম্বরহীন জীবন ছেড়ে একটি সাধারণ মহারাষ্ট্রের চায়ের দোকানের সিড়িতে বসে চা পান করছেন। তার সঙ্গে তার কিছু বন্ধুও ছিল। এই ছবিটি প্রকাশ্যে আসা মাত্রই মুহুর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। তার ভক্তরা তার প্রশংসা করে বলতে থাকে কিভাবে একজন সুপারস্টার হয়েও অনাড়ম্বর ভাবে একটি সাধারণ চায়ের দোকানে বসে চা খেতে পারছেন তিনি। তার সমান উচ্চতায় পৌঁছানো বিশ্বের খুব বেশি ক্রিকেট তারকার কাছ থেকে হয়তো এমনটা প্রত্যাশা করা যায় না।

1668017714293

তবে বেশিরভাগ ক্রিকেট সমর্থকরা এই মুহূর্তে ডিভিলিয়ার্স বন্দনায় মেতে থাকলেও পাকিস্তানের সমর্থকরা তাকে তীব্র আক্রমণ করেছেন সোশ্যাল মিডিয়া। কিছুদিন আগেই এবি ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে তার মনে হয় ভারত এবং নিউজিল্যান্ড ফাইনাল খেলবে একে অপরের বিরুদ্ধে। সেই নিউজল্যান্ড সিটকে গিয়ে পাকিস্তান ফাইনালে পৌঁছতেই তার ক্রিকেট বোধের প্রতি প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অনেক পাকিস্তানি সমর্থক।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর