বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি বিশ্ববিখ্যাত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার অধিগ্রহণ করেছেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)। টুইটার কিনে নেওয়ার পরেই একাধিক কড়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছাঁটাই করেছেন কর্ণধার পরাগ অগরওয়াল সহ একাধিক শীর্ষ আধিকারিককে। এছাড়াও বিপুল সংখ্যক কর্মীকে বিনা নোটিশে ছাঁটাই করে এই মুহূর্তে বিতর্কের শীর্ষে রয়েছেন টেসলা কর্ণধার।
সবচেয়ে বড় বিভ্রান্তি ছড়ায় যখন ছাঁটাইয়ের পর একাধিক কর্মীকে ইমেইল করে জানানো হয়, তাঁদের ‘ভুল’ করে ছাঁটাই করে ফেলা হয়েছে। তাঁরা যেন ফের অফিসে যোগ দেন। টুইটার নিয়ে আগামী দিনে কী করবেন, সে বিষয়ে স্পষ্ট করে জানিয়েছেন ইলন মাস্ক। তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি নিয়ে তাঁর পরিকল্পনা ঠিক কী, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।
শুধু তাই নয়, টুইটার অধিগ্রহণ করা ইলনের কাছে এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ টুইটার কেনার পর থেকেই ইলন মাস্কের মোট সম্পত্তির উপর ব্যাপক প্রভাব পড়েছে। ক্রমশ কমছে তাঁর সম্পত্তির হিসেব। ইলন মাস্ক টুইটার কেনার পর থেকেই তাঁর ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারি সংস্থা টেসলার শেয়ারের দাম হুহু করে পড়ছে। বিনিয়োগকারীদের মতে, এখন থেকে মাস্ক টুইটারের দিকে বেশি মনোযোগ দেবেন। তাই তিনি টেসলার থেকে দূরত্ব তৈরি করছেন।
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে দামি গাড়ির সংস্থা হল টেসলা। এই সংস্থায় ইলন মাস্কের ১৫ শতাংশ শেয়ার রয়েছে, যা তাঁকে এই সংস্থার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার বানিয়েছে। বর্তমানে এই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ৬২২ বিলিয়ন মার্কিন ডলার। যা টেসলাকে বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানির তকমা দিয়েছে। ফোর্বস জানিয়েছে, এই মুহূর্তে ইলন মাস্কের মোট সম্পত্তি হল ১৯৪.৮ বিলিয়ন ডলার। চলতি বছরে এই প্রথম এই ধনকুবেরের সম্পত্তি ২০০ বিলিয়ন ডলারের নীচে নামল।
গত বছরের নভেম্বরে ইলনের মোট সম্পত্তি দাঁড়িয়েছিল ৩৩৫ বিলিয়ন ডলারে। তবে এ বছর তাঁর সম্পত্তি অনেকটাই হ্রাস পেয়েছে। এ বছর টেসলার বাজার মূল্য অর্ধেকের বেশি কমে গিয়েছে। প্রসঙ্গত, এ বছর এপ্রিল মাসে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন। তখন থেকেই ইলনের মোট সম্পত্তি ৭০ বিলিয়ন ডলার কমে গিয়েছে। বিনিয়োগকারীদের আশঙ্কা ছিল, মাস্ক হয়তো টেসলার শেয়ার বিক্রি করে টুইটার কিনবেন।
বাস্তবে সেটি না ঘটলেও এখন বিনিয়োগকারীদের আশঙ্কা, ইলন মাস্ক হয়তো টেসলার পরিবর্তে টুইটারে বেশি সময় ব্যয় করবেন। এর ফলে টেসলার পারফর্ম্যান্সের উপর প্রভাব পড়বে। তাই ক্রমেই কমে চলেছে টেসলার শেয়ারের দাম। উল্লেখ্য, মঙ্গলবার ইলন মাস্কের মোট সম্পত্তি এক ধাক্কায় ৩.৭৮ বিলিয়ন মার্কিন ডলার হ্রাস পেয়েছে। এখন তাঁর মোট সম্পত্তি হল ১৭৯ বিলিয়ন ডলার। তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা ও কর্ণধার মার্ক জুকারবার্গকে পিছনে ফেলে দিয়েছেন। এ বছর জুকারবার্গেরও মোট সম্পত্তি ৮৮.২ বিলিয়ন ডলার কমেছে।