জল্পনার অবসান, এবার ভারতেও চালু হল টুইটার ব্লু! কত টাকা দিলে আপনিও পাবেন এই ফিচার?

বাংলাহান্ট ডেস্ক: জল্পনা ছিলই। এবার সত্যিই ভারতেও চালু হতে চলেছে টুইটার ব্লু। শোনা যাচ্ছিল, টুইটারে ব্লু টিক ভেরিফিকেশনের জন্য এবার থেকে নির্দিষ্ট একটি ফি দিতে হবে। তাহলেই মিলবে টুইটারে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট অর্থাৎ ব্লু টিক। আমেরিকার টুইটার ইউজাররা মাসে ৮ ডলার করে দিলেই পেয়ে যাবেন ব্লু টিক। এবার ভারতেও চালু হয়ে গেল সেই পরিষেবা। অনেক ইউজার টুইটার ব্লু (Twitter Blue) ব্যবহার করার মেসেজ পেয়েছেন বলে জানিয়েছেন।

জানা গিয়েছে, ভারতে নিজের টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক বসাতে গেলে যে অর্থ দিতে হবে, তা আমেরিকার থেকে কিছুটা বেশি। টুইটার অধিগ্রহণ করার সময় ইলন মাস্ক বলেছিলেন, সকলকেই ব্লু টিক দিতে ইচ্ছুক তিনি। একইসঙ্গে তিনি এও বলেছিলেন, অ্যাকাউন্টে ব্লু টিক লাগু করতে হলে ইউজারকে একটি ফি দিতে হবে। পাশাপাশি তিনি জানান, টুইটার ব্লু-র ফি দেশভিত্তিক হবে। 

অর্থাৎ, বিভিন্ন দেশে বিভিন্ন ফি দিলে তবেই অ্যাকাউন্টে মিলবে ব্লু টিক। ভারতে টুইটার ব্লু ব্যবহার করতে গেলে ইউজারকে দিতে হবে মাসে ৭১৯ টাকা। মার্কিন ডলারে যার মূল্য দাঁড়ায় ৮.৯৩ ডলার। অন্যান্য দেশের তুলনায় এই ফি কিছুটা বেশি। ইতিমধ্যেই কিছু টুইটার ব্যবহারকারীর কাছে টুইটার ব্লু ব্যবহার করার নোটিফিকেশন পাঠিয়েছে টুইটার। গত ৬ নভেম্বর ইলন মাস্ক জানিয়েছিলেন, চলতি মাসেই ভারতেও এই পরিষেবা দিতে শুরু করবেন তাঁরা।

ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটার ব্লুতে যাঁরা সাবস্ক্রাইব করবেন তাঁরা রিপ্লাই, মেনশন এবং সার্চে অগ্রাধিকার পাবেন। স্প্যাম বা স্ক্যাম রোধ করা এবং বড় অডিও অথবা ভিডিও পোস্ট করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য রাজস্ব আদায়ের একটি পথও খুলে দেবে টুইটার। তবে ব্লু টিক ছাড়াও জনপ্রিয় ব্যক্তিদের ক্ষেত্রে তাঁদের নামের নীচে আরও একটি ট্যাগ থাকবে। রাজনীতিবিদদের জন্য ইতিমধ্যেই এই ফিচারটি আনা হয়েছে। 

সম্প্রতি ভারত সরকারের টুইটার হ্যান্ডেল এবং সংবাদমাধ্যমগুলিকে ‘অফিশিয়াল’ হিসেবে ট্যাগ করা শুরু করেছিল সংস্থাটি। গোটা দেশ জুড়ে টুইটার ব্লু নিয়ে আসার আগে থেকেই এই কাজ শুরু করেছিল তারা। ভারত সরকারের বিভিন্ন দফতরের টুইটার হ্যান্ডেলের নীচে ‘অফিশিয়াল’ কথাটি লক্ষ্য করা গিয়েছে। যেমন প্রধানমন্ত্রীর দফতর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের টুইটার অ্যাকাউন্টেও ‘অফিশিয়াল’ কথার উল্লেখ রয়েছে। 

প্রসঙ্গত, ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই শেয়ার বাজারে বড়সড় ধাক্কা খেয়েছে সংস্থাটি। একইসঙ্গে নানা বিতর্কেও জড়িয়েছেন ইলন মাস্ক। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রহণের পর ছাঁটাই করেছিলেন সিইও পরাগ অগরওয়াল-সহ একাধিক শীর্ষ কর্তাকে। তারপরেই সংস্থার ১১ শতাংশ কর্মীকে ছাঁটাই করে দেন বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি।

উল্লেখ্য, টুইটার অধিগ্রহণের পর থেকেই ধাক্কা খেয়েছে ইলন মাস্কের মূল সম্পত্তিও। ২০০ বিলিয়ন ডলারের নীচে নেমে গিয়েছে তাঁর মোট সম্পত্তির হিসেব। কারণ বিনিয়োগকারীরা মনে করছেন, টেসলার কর্ণধার টুইটার কিনে নেওয়ার পর সেখানেই বেশি মনোযোগ দেবেন। তাই তাঁরা টেসলার শেয়ার বিক্রি করে দিচ্ছেন। যার ফলে বাজারে হুহু করে পড়েছে টেসলার শেয়ারের দামও।

Subhraroop

সম্পর্কিত খবর