বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে যেকোনো সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার জন্য আধার নম্বর জরুরী। আধার নম্বরের সাহায্যে যেকোনো ব্যক্তিকে শনাক্তকরণ করা এখন খুবই সহজ। এছাড়াও প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য সরকারি নথির সাথে আধার কার্ড সংযুক্তিকরন বাধ্যতামূলক। এবার আধার কার্ড সংক্রান্ত বেশ কিছু নিয়মের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
আধার কার্ডের তথ্য আপডেট করানো যাবে অনলাইন মাধ্যম বা আধার সেবা কেন্দ্রে গিয়ে। যেদিন থেকে আধার তালিকাভুক্ত হয়েছে, সেদিন থেকে আগামী ১০ বছরের মধ্যে পুনরায় তথ্য দিয়ে আধার আপডেট করতে হবে। প্রত্যেক আধার কার্ড হোল্ডারকে নিয়ম মত আধারের তথ্য আপডেট করতে হবে, নয়তো তারা সরকারি সুযোগ-সুবিধা পাবেন না।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে আধার আপডেট না থাকলে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করা হবে সুবিধাভোগীকে। এছাড়াও শংসাপত্র পেতেও সমস্যা হতে পারে। এতদিন পর্যন্ত ৫ থেকে ১০ বছর বয়সী যারা আধার কার্ড পেতেন তাদের তথ্যই পরবর্তীকালে আপডেট করা হতো।
কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়মে জানানো হয়েছে এবার থেকে প্রত্যেক নাগরিককেই ১০ বছর অন্তর আধারের তথ্য আপডেট করতে হবে। আধার সেলফ সার্ভিস পোর্টালে গিয়ে নিজেই আধারের তথ্য আপডেট করতে পারবেন।
আধারের তথ্য আপডেট করার জন্য ssup.uidai.gov.in/ssup– এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে ‘প্রোসিড টু আপডেট’ অপশনটি বেছে নিতে হবে। এরপর আধার নম্বর ও ক্যাপচা দিয়ে লগইন করতে হবে। এরপর ওটিপির মাধ্যমে আপনি ঢুকতে পারবেন সেলফ সার্ভিস পোর্টালে। জানা গেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে সুবিধাবোগী নাম, জন্মতারিখ, ঠিকানা, লিঙ্গ, ফোন নম্বর সবকিছুই আপডেট করতে পারবেন।