এক লিটার ডিজেলে কতদূর মাইলেজ দেয় ট্রেন? জানলে অবাক হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : আমরা গাড়ি বা বাইক কেনার আগে সর্বপ্রথম যে বিষয়টি দেখি তা হল ওই গাড়িটি বা বাইকটির মাইলেজ (Milage) অর্থাৎ এক লিটার তেলে গাড়িটি কত কিলোমিটার পথ যেতে পারে সেটির আমরা হিসাব করি। আমাদের প্রত্যেকেরই কোনো বাইক, চার চাকার মাইলেজ সম্পর্কে অল্প বিস্তর ধারণা আছে। আমাদের মধ্যে কেউ কেউ বিমানের মাইলেজ সম্পর্কেও অবগত। কিন্তু আপনার মনে কখনো কি এই প্রশ্ন দেখা দিয়েছে যে একটি ট্রেনের মাইলেজ কত হয়? বর্তমানে দুই ধরনের ট্রেন চলাচল করে। একটি বিদ্যুৎ চালিত, অন্যটি ডিজেল চালিত।

বর্তমানে সারা পৃথিবীতে অধিকাংশ ট্রেনই চলে বিদ্যুতে। লোকাল ট্রেন থেকে দূরপাল্লার ট্রেন, আমাদের দেশে অধিকাংশ ট্রেনই বিদ্যুৎ নির্ভর। তবে বর্তমানে অনেক ক্ষেত্রে বিদ্যুতের পাশাপাশি ডিজেলকেও ট্রেন চালানোর কাজে লাগানো হয়। অন্যদিকে মালগাড়ি যেহেতু অনেকটা পথ অতিক্রম করে, তাই অনেক সময় ডিজেলের সাহায্যে মালগাড়িও চালনা করা হয়।

আমরা আজকে প্রধানত আলোচনা করব ডিজেল চালিত ইঞ্জিন সম্পর্কে। এক লিটার তেলে একটি ট্রেন কত কিলোমিটার পথ যাবে তা নির্ভর করে ডিজেল ইঞ্জিনের ক্ষমতার উপর। এই ডিজেল ইঞ্জিনের ট্যাংক’কে ভাগ করা হয় তিন ভাগে। এই তিন ভাগ বিশিষ্ট ট্যাঙ্ক গুলো হল পাঁচ হাজার লিটার, সাড়ে পাঁচ হাজার লিটার এবং ছ’হাজার লিটার। এর পাশাপাশি আরও একটি বিষয় আছে। ডিজেল ইঞ্জিন চালিত ট্রেন কতগুলি কামরা বহন করে নিয়ে যাচ্ছে তার উপরও নির্ভর করে ট্রেনের মাইলেজ দেওয়ার ক্ষমতা।

Diesel train 2

উদাহরণ স্বরূপ বলা যায়, এক কিলোমিটার যেতে ১২ কোচ যুক্ত একটি প্যাসেঞ্জার ট্রেনের ছয় লিটারের ডিজেল খরচ হয়। অন্যদিকে, ২৪ কোচের একটি এক্সপ্রেস ট্রেনও সমান ভাবে মাইলেজ দেয়। আবার ১২ কোচ যুক্ত একটি এক্সপ্রেস ট্রেন সাড়ে চার লিটার ডিজেলে ১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর