১ কোটির বাংলোতে থাকে গরু, দিনরাত হয় পুজো! খাওয়ানো হয় দেশি ঘি এবং লাড্ডু

বাংলা হান্ট ডেস্ক: হিন্দুদের কাছে গরু (Cow) হল অত্যন্ত পবিত্র একটি প্রাণী। এমতাবস্থায়, ভক্তিভরে পুজোও করা হয় তাদের। তবে, এবার এবার রাজস্থান (Rajasthan) থেকে একটি নজিরবিহীন ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, সেখানে কোটি টাকার বাংলোই গরুর জন্য বরাদ্দ করেছেন এক ব্যবসায়ী। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। জানা গিয়েছে, রাজস্থানের জালোরে বসবাসকারী ব্যবসায়ী নরেন্দ্র পুরোহিত বহু বছর ধরে একটি গোশালার সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে তিনি গরুগুলির পরিচর্যায় সহযোগিতা করতেন। এমতাবস্থায়, তিনি শ্রী দন্তশরণানন্দ মহারাজের নির্দেশ মত একটি দুই বছরের গরুকে দত্তক নেন এবং সেটিকে বাড়িতেও নিয়ে আসেন। পাশাপাশি তার নাম রাখা হয় রাধা।

এই প্রসঙ্গে পুরোহিত বলেন, “গরুটি বাড়িতে ঢোকার সাথে সাথেই ব্যবসা বেড়ে যায়। সবকিছু আগের থেকে ভালো লাগছিল। এরপরে পুরো পরিবার রাধার ভক্ত হয়ে ওঠে এবং রাধা পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশও হয়ে ওঠে। রাধা খাবারে দেশি ঘি দিয়ে তৈরি লাড্ডু খায়। মাঝে মাঝে তাকে শুকনো পাতাও দেওয়া হয়। রাধা পরিবারের সাথে বাংলোর ভিতরে খেতে পছন্দ করে।”

পাশাপাশি ব্যবসায়ী নরেন্দ্র পুরোহিত আরও জানান, “দুই বছর আগে জালোরে এক কোটি টাকা খরচ করে একটি বাংলো তৈরি করা হয়েছিল। সেখানে রাধার জন্য একটি বিশেষ স্থান রাখা হয়েছে। সে বাংলোর প্রতিটি ঘরে ঘুরে বেড়ায়। যেখানে তার ভালো লাগে, সেখানেই বসে। পরিবারের সকল সদস্যরা দিনরাত তার সেবা করে। পাশাপাশি, সকাল-সন্ধ্যা তার পূজা করার পর আরতিও করা হয়।”

রাধা ১০ লিটার দুধ দেয়, যার মধ্যে বাড়িতে মাত্র আড়াই লিটার ব্যবহৃত হয়: পুরোহিত জানিয়েছেন, “এখানে আসার পর রাধা তিনটি বাছুরের জন্ম দেয়। আমরা তাদের নাম রেখেছি মীরা, সোমা এবং গোপী। রাধা প্রতিদিন ১০ লিটার দুধ দেয়। যার মধ্যে মাত্র আড়াই লিটার ব্যবহার করা হয়। বাকিটা তার বাছুরের জন্য রেখে দেওয়া হয়।”

রাধার আগমনের পর ব্যবসা বাড়তে থাকে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নরেন্দ্র পুরোহিত মুম্বাইয়ের BMC-র একজন ঠিকাদার। তার বৈদ্যুতিক দু’-চাকার গাড়ি তৈরির ব্যবসা রয়েছে। নরেন্দ্র বলেন, ছোটবেলা থেকেই গরু পালনের শখ ছিল তাঁর। এমতাবস্থায়, রাধাকে বাড়িতে নিয়ে আসার পর তাঁর ব্যবসা অনেকটা বেড়ে যায়। পাশাপাশি, তাঁর স্ত্রী বিমলা পুরোহিত, দুই কন্যা স্বপ্না ও নিকিতা এবং দুই ছেলে পরেশ ও অভিজিৎ প্রতিদিন রাধার আরতি করেন বলেও জানা গিয়েছে। এমনকি, তাকে না দেখে খাবারও খান না কেউই। পাশাপাশি, ব্যবসার কাজে বাইরে কোথাও গেলে ভিডিও কলের মাধ্যমে রাধার সঙ্গে দেখা করেন নরেন্দ্র।

WhatsApp Image 2022 11 11 at 5.25.09 PM

রাধার নিরাপত্তার জন্য বাংলোতে সিসিটিভি বসানো হয়েছে: রাধার নিরাপত্তার জন্য ইতিমধ্যেই ওই বাংলোয় সিসিটিভি বসানো হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে নরেন্দ্র পুরোহিত জানিয়েছেন যে, একবার রাধা খুব অসুস্থ হয়ে পড়েছিল। যার ফলে অনেক জায়গায় তার চিকিৎসা করানো হলেও বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই কম। তখন তিনি ভাবেন যে, রাধার কিছু হলে তিনি তাঁর কাছে থাকা সব গরু ছেড়ে দেবেন। তারপর তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন এবং ধীরে ধীরে রাধার অবস্থার উন্নতি হতে থাকে। তিনি আরও জানিয়েছেন যে, পথমেড়া গোশালার প্রতিষ্ঠাতা শ্রী দন্তশরণানন্দ মহারাজের অনুপ্রেরণায় তিনি সুরভী নামে ইলেকট্রিক টু হুইলার তৈরির ব্যবসা শুরু করেন। এদিকে, রাধাও হল সুরভী জাতের গরু। এমতাবস্থায়, নরেন্দ্র পুরোহিত ব্যবসা বৃদ্ধির কারণে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা গরুর সেবার ব্যয় করেন বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর