তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে আগুন! তিনদিনের মধ্যে দোষীদের গ্রেফতার না করলে ‘অনশন’, হুঁশিয়ারি কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ দিবসের কর্মসূচি শেষে গভীর রাতে মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। এই ঘটনায় বিজেপির (BJP) দিকে অভিযোগের আঙ্গুল ছুড়ে দিয়েছে তৃণমূল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন নন্দীগ্রামের (Nandigram) গোকুলনগরে পথ অবরোধ করে দলীয় নেতাকর্মীরা আর এবার অনশনের হুঁশিয়ারি দিয়ে বসলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

গতকাল নন্দীগ্রামে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। দলীয় কর্মীদের রাস্তা অবরোধ এবং পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হওয়ায় বাঁধে বিপত্তি। একইসঙ্গে এদিন ঘটনাস্থলে পৌঁছে যান কুণাল ঘোষ এবং শশী পাঁজা।

পরবর্তীতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সহযোগিতা করছি মানে পুলিশ দাঁড়িয়ে থাকবে আর বিজেপির গুন্ডারা সব কিছু গুড়িয়ে দিয়ে চলে যাবে, এটা কখনোই নয়। একপক্ষ সৌজন্য দেখাবে আর অন্যজন মঞ্চ ভাঙবে, তা অনুচিত। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা উচিত। ওরা মিথ্যে মামলায় সিবিআই, এনআইএ পাঠাবে আর আমরা রসগোল্লা পাঠাবো, এটা হতে পারে না। অভিযুক্তদের গ্রেফতার করতে হবে তিন দিনের মধ্যে। নাহলে আমরা নন্দীগ্রাম থানায় অনশনে বসবো।”

পাশাপাশি তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, “আমরা শ্রদ্ধা জানাতে এসেছিলাম। তারপর অপমান করা হয়। আসলে হার্মাদরা হার্মাদই থাকে, ওদের চরিত্র কখনো বদলায় না।”

উল্লেখ্য, গতকাল তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি শেষ হয় আর এরপর রাতের দিকে মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে, যা কেন্দ্র করে এদিন সকাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এদিন নন্দীগ্রামের গোকুলনগরে রাস্তা অবরোধ করে বসে তৃণমূল নেতাকর্মীরা।

শাসকদলের অভিযোগ, উক্ত ঘটনার নেপথ্যে বিজেপির হাত রয়েছে। এদিন নন্দীগ্রাম ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি স্বদেশ দাস বলেন, “সম্প্রতি শুভেন্দু অধিকারী উস্কানিমূলক বক্তব্য করেন আর এরপরই আমাদের কর্মীদের ওপর হামলা করার পাশাপাশি মঞ্চে আগুন লাগানো হয়।” পাশাপাশি এদিন তৃণমূল কর্মী সমর্থকদের রাস্তা অবরোধ এবং বিক্ষোভ ঘিরে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। পরবর্তীতে পুলিশ এসে সেই অবরোধ তুললেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেই খবর।

jpg 20221111 171008 0000

অপরদিকে, এই ঘটনায় তৃণমূলের যোগসূত্র রয়েছে বলেই দাবি পদ্মফুল শিবিরের। এদিন বিজেপি নেতা সাহেব দাস বলে, “আমরা এই ধরনের কাজ করি না। পুলিশ দোষীদের ধরুক, আমরা এটাই চাই। আসলে যে ঘটনা ঘটেছে, তা ওদের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ।”


Sayan Das

সম্পর্কিত খবর