বাংলা হান্ট নিউজ ডেস্ক: শুক্রবার এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে আরও একবার ভারতের নাম উজ্জ্বল করলেন তারকা ভারতীয় মহিলা বক্সার লাভলিনা বরগোহাই । জর্ডনের আম্মানো-তে উজবেকিস্তানের মহিলা বক্সার রুজমেতোভা সোখিবাকে মহিলাদের বিভাগে ৭৫ কেজি ক্যাটেগরিতে হারিয়েছেন ৫-০ ফলে হারিয়েছেন লাভলিনা।
এর আগে এতদিন লাভলিনা ৬৯ কেজি বিভাগে দেশের প্রতিনিধিত্ব করতেন। কিন্তু এখন সেই বিভাগ থেকে ৭৫ কেজি বিভাগে উঠে আসার পর এই প্রথম কোনও বড় মাপের টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন তিনি। লাভলিনা বাদে এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের অপর দুই মহিলা বক্সারের মধ্যে মীনাক্ষি ৫২ কেজি বিভাগে ফাইনাল হেরে রৌপ্যপদক জিতেছেন এবং ৬৩ কেজি বিভাগে লাভলিনার মতোই স্বর্ণপদক জিতেছেন পরভীন হুদা।
লাভলিনার এই পদক জয় খুবই তাৎপর্যপূর্ণ, কারণ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর থেকে তিনি যেত হারিয়ে গিয়েছিলেন। হতাশ করেছিলেন কমনওয়েলথ গেমসে। ছন্দই খুঁজে পাচ্ছিলেন না তিনি। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে তিনি আবার নিজের পরিচিত রূপে ফিরলেন তিনি।
গত কমনওয়েলথ গেমসে ব্যর্থতার জন্য অবশ্য তিনি প্রস্তুতির অসুবিধাকে দায়ী করেছেন। নিজের সুবিধার জন্য লভলিনা নিজের ব্যক্তিগত কোচ অমিয় কোলেকারকে কমনওয়েলথ চলাকালীন নিজের সাথে রাখতে চেয়েছিলেন কিন্তু তাকে গোটা দলের এক সঙ্গে থাকার তালিকায় স্থান দেওয়া হয় অনেক দেরিতে। সেই নিয়ে টুইটারে একটি বড় পোস্ট করে নিজের যাবতীয় সমস্যার কথা সকলের সামনে তুলে ধরেছিলেন লভলিনা।
অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী তারকা বক্সার লাভলিনার জন্ম অসমে ১৯৯৭ সালে। ২০২০ সালের অলিম্পিক যা করোনা সমস্যার কারণে আয়োজিত হয়েছিল ২০২১ সালে টোকিওর মাটিতে সেখানে মহিলাদের ওয়েল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন তিনি। সামগ্রিকভাবে লাভলিনা ভারতের তৃতীয় বক্সার যিনি অলিম্পিকের মঞ্চে দেশের হয়ে পদক জিতেছেন। আজ আরও একবার দেশকে গর্বিত করলেন তিনি।