এটা আফগানিস্তান বা তালিবান নয়, অশ্লীলতার জন‍্য অভিযোগ দায়ের হওয়ায় ক্ষেপলেন উরফি

বাংলাহান্ট ডেস্ক: সাফল‍্য পেতে নেওয়া সহজ রাস্তাটাই শেষমেষ বিপদ ডেকে আনে। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন উরফি জাভেদ (Urfi Javed)। অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করলেও এখন উদ্ভট পোশাক পরেই প্রচারে আসার সহজ পন্থা পেয়ে গিয়েছেন তিনি। এতে রাতারাতি সংবাদ শিরোনামে তিনি উঠে এসেছেন ঠিকই, কিন্তু একই সঙ্গে চরম সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে।

একাধিক বার আইনি ঝামেলায় পড়তে হয়েছে উরফিকে। সম্প্রতি এক মহিলা তাঁর অশ্লীল পোশাকের জন‍্য অভিযোগ দায়ের করেছিলেন। কৌতুকশিল্পী সুনীল পালও কটাক্ষ শানিয়েছিলেন তাঁর বিরুদ্ধে। এবার পালটা জবাবে সবাইকে ধুয়ে দিলেন উরফি।

Urfi 3
সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে উরফি বলেন, ‘এরা আমাকে বলে যে আমি প্রচারে আসার জন‍্য এসব করি, আর এরাই আমার নাম ব‍্যবহার করে লাইমলাইট পেতে চাইছে। কোনো ধর্ষকের বিরুদ্ধে এত এফআইআর দায়ের হচ্ছে না, যতটা না আমার বিরুদ্ধে হচ্ছে। আমি কী পরি না পরি তাই নিয়ে সবার এত মাথাব‍্যথা, অভিযোগ। এটা আফগানিস্তান বা তালিবান নয়। আপনারা কী ওভাবে থাকতে চান? মেয়েরা কী পরবে না পরবে সেটা নিয়ন্ত্রণ করতে চান?’

উরফি আরো বলেন, তিনি চাইলে তিনিও অভিযোগ দায়ের করতে পারেন, যে কেউ পারে। কিন্তু পুলিসের কাছে, ধর্ষণ, খুনের মতো অনেক গুরুত্বপূর্ণ কেস রয়েছে নজর দেওয়ার জন‍্য। এটা কোনো অভিযোগ করার মতো বিষয়ই না। সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, এখনো পর্যন্ত পুলিসের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি।

দিন কয়েক আগেই উরফিকে কটাক্ষ করেছিলেন সুনীল পাল। ভিডিও বার্তায় কৌতুকশিল্পী প্রশ্ন করেছিলেন, ‘উরফি জাভেদ পাগল হয়ে গিয়েছেন নাকি? আমি ওই মহিলাকে ধন‍্যবাদ জানাই যিনি উরফির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। আমার মনে হয়, চর্চায় আসার জন‍্য এসব করছেন তিনি। সে বেআইনিই হোক না কেন। স্বল্প পোশাক মানেই উরফি জাভেদ। আমাদের পবিত্র মুসলিম নামের সঙ্গে উনি যেভাবে খেলছেন সেটা আমার মোটেই পছন্দ নয়।’

Niranjana Nag

সম্পর্কিত খবর