অখিলের পর এবার বিতর্কে তাঁর ছেলে সুপ্রকাশ! কলেজ ভর্তির কেলেঙ্কারিতে জড়াল নাম

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে ‘অপমানজনক’ মন্তব্য করার জন্য অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) আর এবার কলেজে ভর্তি দুর্নীতি কাণ্ডে নাম জড়ালো তাঁর পুত্র সুপ্রকাশ গিরির (Suprakash Giri)। পড়ুয়াদের কাছ থেকে টাকা আত্মসাৎ করার মাধ্যমে কলেজে বেআইনিভাবে ভর্তি করানো হতো বলে অভিযোগ তুলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষা দফতরে চিঠি দিয়েছেন একাধিক অভিভাবকরা।

সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অশোক সাহারা হেফাজতে। এই পরিস্থিতিতে এবার অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরির নামে কলেজে ভর্তি দুর্নীতির অভিযোগ ওঠায় শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

উল্লেখ্য, কাঁথির প্রভাত কুমার কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন সুপ্রকাশ গিরি। এছাড়াও কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি। এক্ষেত্রে ওই কলেজে পড়ুয়াদের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা আত্মসাৎ করার মাধ্যমে তাদের বেআইনিভাবে ভর্তি করাতেন সুপ্রকাশ গিরি, এহেন চাঞ্চল্যকর অভিযোগ তুলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষা দফতরে চিঠি দিয়েছে অসংখ্য অভিভাবকরা।

সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে একাধিক থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি তাঁর পদত্যাগের দাবিতে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি। জাতীয় মহিলা কমিশনের নোটিসও পেয়েছেন, আবার অপরদিকে দলের তরফ থেকেও সমর্থন পাননি অখিলবাবু আর এবার তাঁর ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসায় অস্বস্তি যে আরো বহু গুণে বৃদ্ধি পেল তৃণমূল নেতার, তা বলাবাহুল্য।

jpg 20221113 105203 0000

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং সুপ্রকাশ গিরির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে বিজেপি। যদিও এই অভিযোগ উড়িয়ে কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, “বর্তমানে এমন অনেক অভিযোগ সামনে এসে চলেছে, যেখানে ছাত্র ভর্তির নাম করে অনেকেই টাকা আত্মসাৎ করে। আমি কলেজের প্রিন্সিপালের কাছে সমস্ত তালিকা চেয়েছি।”


Sayan Das

সম্পর্কিত খবর