ক্যারান, রশিদের দাপটে বিশ্বকাপের ফাইনালে কোণঠাসা পাকিস্তান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে প্রথম ইনিংসের পর চাপে পাকিস্তান। সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দেওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে হয়েছিল বাবর আজমদের। সেমিফাইনালের সাফল্য যে একটা ব্যতিক্রমী ঘটনা ছিল তা প্রমাণ করে দিলেন পাকিস্তানের ওপেনাররা। ১৪ বলে ১৫ রান করে আজ ফিরেছেন রিজওয়ান। অধিনায়ক বাবর ফিরেছেন ২৮ বলে ৩২ রানের একটি ধীরগতির ইনিংস খেলে।

আজ পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ। ৪ ওভারে ১টি মেডেন সহ ২২ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তিনি। বাবর আজম ও মারকুটে মহম্মদ হ্যারিসের উইকেট নিয়েছেন তিনি। তাকে সামলাতে গিয়ে হিমশিম খেয়েছেন পাকিস্তানের ব্যাটাররা।

পাকিস্তানের মিডল অর্ডারে কিছুটা পাল্টা লড়াই করার চেষ্টা করেন শান মাসুদ (৩৮) এবং শাদাব খান (২০)। তারা যখন ক্রিজে ছিলেন তখনই একমাত্র মনে হচ্ছিল পাকিস্তান ১৫০ রানের গন্ডি পেরোতে পারবে। কিন্তু মাসুদকে ক্যারান ও শাদাবকে জর্ডন ঠিক সময় মতো ড্রেসিংরুমে ফেরত পাঠান।

আজ ফাইনালে আরও একবার জ্বলে উঠলেন স্যাম ক্যারান। বাঁ-হাতি পেসার ফাইনালে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি নিজের ৪ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন তিনি। তার দোলতেই ২০ ওভারে ১৩৭ রানে পাকিস্তানকে আটকাতে পেরেছে ইংল্যান্ড।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর